স্টেশন চত্বরের ১নং স্টেশনের পাশের বস্তিতে আগুন লাগে। স্থানীয় সূত্রে জানা যায় এক বাড়িতে সন্ধ্যার প্রদীপ থেকে প্রথম আগুন লেগেছে। সন্ধ্যা ০৬:১৫ থেকে হঠাৎ আগুন বেড়ে যায়
এবং মুহূর্তের মধ্যে পরপর দুটো সিলিন্ডার ফেটে যায় এবং আগুনের পরিমান আরো বেড়ে যায় সঙ্গে সঙ্গেই এলাকার ইলেকট্রিক লাইন সম্পূর্ণ ভাবে বন্ধ করে দেওয়া হয়। ঘটনা স্থলে দমকল এলেও কোনো ভাবে জলের পাইপ বস্তি পর্যন্ত পাঠানো যায়নি, পুকুরের মধ্যে জল পাম্প লাগিয়ে জল দিয়ে নিয়ন্ত্রণে আনা হলেও রক্ষা করা যায়নি সম্পুর্ন বস্তিটাকে।
এখানকার সমস্ত বাড়ি ঘর গুলোই বেশিরভাগ তিরপল এবং হোগলা দিয়ে তৈরি। সম্পূর্ণ বস্তি পুড়ে যায়।
আগুন বন্ধ হওয়ার পরে পাশাপাশি ইলেকট্রিক দপ্তর থেকে ওই এলাকার লাইন কেটে আবার সুস্থ স্বাভাবিক ভাবে ইলেকট্রিক লাইন চালু করে
বহু মানুষ নিজেদের ঘর হারিয়েছেন এই ঘটনায়, তচনছ হয়ে গেছে বাড়িগুলো, সবার প্রয়োজনীয় কাগজ পত্র।
Post A Comment:
0 comments so far,add yours