একসময় ছিল না মাথা গোঁজার ছাদ, সেই মনোজই এখন প্রতিমাসে কিনতে পারেন দু-দুটো বাড়ি! কীভাবে পাল্টাল জীবন?
ঠিক কত বাড়ি ভেঙেছে মুর্শিদাবাদ, সামনে এল সংখ্যাটা
জানালা দিয়ে ঢুকে ব্লেড দিয়ে কাপড় কেটে ধর্ষণের চেষ্টার অভিযোগ
ক্ষতি হবে ১৩ হাজার কোটির! এবার ‘সন্ত্রাসে মদত জোগানোর’ ঠেলা বুঝবে পাকিস্তান, মোক্ষম জবাব ভারতের
এবার জম্মু-কাশ্মীরে সেনা নার্সিং কলেজের ওয়েবসাইট হ্যাক করল পাকিস্তানের হ্যাকাররা
পালটি খেলো অতিরিক্ত মাল বোঝাই করা ট্রাক। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপ শহর এর নিকট সুন্দরবন বালিকা বিদ্যানিকেতন এর পার্শ্ববর্তী রাস্তায়।
ঘটনাটি ঘটে আজ সকাল বেলায়। ট্রাকটি সম্পূর্ণ চুনের বস্তায় ভর্তি ছিলো। কাকদ্বীপ থানা সূত্রে জানা খবর গাড়িটি অতিরিক্ত মাল বোঝাই ছিলো, গাড়ির মালিক ড্রাইভারকে ওই রাস্তায় গাড়িটি ঢোকাতে বারণ করলেও ড্রাইভার না শুনেই গাড়িটি ঢোকান, মুহূর্তের মধ্যে ওই রাস্তায় থাকা জলনিকাশি বোল ভেঙে ট্রাকের চাকা ঢুকে যায়, ডানদিকে ঝুঁকে পরে যায় গাড়ির পেছনের অংশ। গাড়ির সামনের অংশ কোন ভাবে ক্ষতি না হওয়ায় ড্রাইভারের কোনো ক্ষতি হয়নি। চুনের বস্তা গুলি প্রায় গার্লস স্কুলের সামনে ডোবায় পরে যায়। কিছু পরিমান তোলা গেলেও কিছু রয়ে যায়।
Post A Comment:
0 comments so far,add yours