ট্যুইটার কর্তৃপক্ষ জানিয়েছে, ষড়যন্ত্র মূলক পোস্ট শেয়ার করায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে
#ওয়াশিংটন: আমেরিকার কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে নজিরবিহীন হিংস্রতার পর বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থক ৭০ হাজার ট্যুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হল। ট্যুইটার কর্তৃপক্ষ জানিয়েছে, ষড়যন্ত্র মূলক পোস্ট শেয়ার করায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা অনেকদিন ধরেই ‘কিউঅ্যানন’ নামে একটি ষড়যন্ত্র স্থাপনের চেষ্টা করছেন। সেই তত্ত্বের ভিত্তিতে প্রচার করা হয়, ট্রাম্পকে সরাতে শিশু যৌন নিপীড়নকারীরা একজোট হয়েছে। এদের মধ্যে রয়েছেন ডেমোক্র্যাটদের বড় নেতা, এমনকি হলিউড সেলেব্রিটিরাও।৬ জানুয়ারি ক্যাপিটল হিলের প্রশাসনিক ভবনে ট্রাম্প সমর্থকরা হামলা চালানোর পর কিউঅ্যানন কনটেন্টের উপর পোস্ট শেয়ার করেছেন যাঁরা তাঁদের অ্যাকাউন্টগুলো নিয়ে তদন্ত শুরু করে ট্যুইটার কর্তৃপক্ষ। সেই সূত্র ধরেই সোমবার জানা গিয়েছে, শুক্রবার থেকে এ পর্যন্ত তারা ৭০ হাজার অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে।
ট্যুইটার থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, এমন কিছু ট্যুইট করা হয়েছে এই অ্যাকউন্টগুলি থেকে, যেগুলি সরাসরি হিংসায় ইন্ধন জোগাতে পারে। ফলে যাঁরা ‘কিউঅ্যানন’ বিষয়ে কোনও আপত্তিকর পোস্ট শেয়ার করেছেন যেগুলি সরাসরি হিংসা বাড়াতে পারে, সেগুলি সরিয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি যে ৭০ হাজার অ্যাকাউন্ট থেকে ক্রমাগত এই ধরনের পোস্ট দেওয়া হচ্ছিল সেগুলি বন্ধ করে দেওয়া হয়েছে।গত শুক্রবার ট্যুইটার ঘোষণা করে, যে বা যাঁরা এই মিথ্যা ষড়য়ন্ত্রের তত্ত্ব স্থাপন করাচ্ছেন তাদের অ্যাকাউন্টও সরিয়ে নেওয়া হবে। তারা মনে করছেন, অতি ডানপন্থী সমর্থকদের উক্তি অনেক সময়েই হিংস্রতাকে প্ররোচনা দেয়। এগুলো বন্ধ না করলে ভবিষ্যতে হঠাৎ করে বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে আমেরিকায়।
Post A Comment:
0 comments so far,add yours