আজ দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপ এর নিকট আশ্রম মোড়ে ডেপুটি ম্যাজিস্ট্রেট এর গাড়ি দুর্ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায় বকখালী রাস্তায় নামখানার আগে কাকদ্বীপ আশ্রম
 মোড়ের কাছে হঠাৎই আচমকায় গাড়িটি এসে রাস্তার পাশে রাখা ইটে এসে সজরে ধাক্কা মারে, এবং ঘটনাস্থলে 
স্থানীয় মানুষকে সাহেব জানান যে ওই ঘটনার আগে ড্রাইভারের কোনো দোষ ছিলোনা শারীরিক কোনো অসুস্থতার কারণে এটা হয়তো ঘটেছে।  রাস্তার এই দুর্ঘটনায় গাড়ির চালকে হসপিটাল 
পর্যন্ত নিয়ে যাওয়া হলেও রাস্তাতেই তার প্রাণ হারান। গাড়িতে ছিলেন সৌমদীপ ব্যানার্জি (ডেপুটি ম্যাজিস্ট্রেট আলিপুর) ও ওনার স্ত্রী এবং ড্রাইভার ।
 এই ঘটনা ঘটার পরেই নামখানার বি.ডি.ও আসেন এবং তৎক্ষণাৎ মেজিস্ট্রেট সাহেব সহ সকলকেই কাকদ্বীপ সুপারস্পেশালিটি হসপিটালে  নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। 
 ম্যাজিস্ট্রেট সাহেবের কোমরে আঘাত লাগে, ম্যাজিস্ট্রেট সাহেবকে কাকদ্বীপ হাসপাতালে নিয়ে যাওয়ার পর উনাকে  SSKM (কলকাতা) হাসপাতালে রেফার করা হয় এবং ওনার স্ত্রী কোনো ক্ষতি হয়নি।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours