দক্ষিণ ২৪ পরগনায় কাকদ্বীপে গত ১৮ ই জানুয়ারি ভয়াবহ আগুন লাগে কাকদ্বীপ স্টেশন চত্বরের ১নং স্টেশনের পাশের বস্তিতে।  সন্ধ্যা ০৬:১৫ থেকে  আগুন লেগে
 যায় এবং  মুহূর্তের মধ্যে পরপর  দুটো সিলিন্ডার ফেটে যায় এবং আগুনের পরিমান আরো বেড়ে যায় দমকল
এলেও  কোনো ভাবে জলের পাইপ বস্তি পর্যন্ত পাঠানো যায়নি, পুকুরের মধ্যে জল পাম্প লাগিয়ে জল দিয়ে নিয়ন্ত্রণে আনা হলেও রক্ষা করা যায়নি বস্তির অনেকাংশ।
 সমস্ত বাড়ি ঘর গুলোই বেশিরভাগ তিরপল এবং হোগলা দিয়ে তৈরি হওয়ার কারণে সম্পূর্ণ বস্তি 
পুড়ে যায়। আহতের কোনো খবর না থাকলেও বহু মানুষ  হারিয়েছেন  নিজেদের ঘর এই ঘটনায়, তচনছ হয়ে গেছে বাড়িগুলো, 
 সবার প্রয়োজনীয় কাগজ পত্র। সঙ্গে সঙ্গেই ঐ দিন কলকাতা থেকে ফিরে রাতেই সমস্ত বস্তিটাকে দেখেন সুন্দরবন
 উন্নয়ন মন্ত্রী শ্রী মাননীয় মন্টুরাম পাখিরা মহাশয় এবং ঘরহীন মানুষ দের জন্য রাতের খাবার, শীত বস্ত্র এবং রাতে থাকার জন্য স্কুলের ব্যবস্থা করে দেন। পরদিন, যে সকলের ঘর বাড়ি পুড়ে গেছে তাদের ঘরবাড়ির জন্য ব্যবস্থা করে দেওয়া হয়।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours