খেজুরিতে পাল্টা জনসভা থেকে চড়া সুরে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাহলে নন্দীগ্রামে তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধে নিজেই প্রার্থী হবেন? শুভেন্দু অধিকারী বলেন, 'নন্দীগ্রামে কে প্রার্থী হবে, তা বিজেপি ঠিক করবে। বিজেপি শৃঙ্খলাবদ্ধ পার্টি। তৃণমূলের মতো প্রাইভেট লিমিটেড কোম্পানি নয়।' নাম না করে মমতাকে কটাক্ষ, 'তিনি ও তাঁর ভাইপো যা খুশি বলতে পারেন, সেটাই পার্টি সিদ্ধান্ত। বাকিরা সবাই কর্মচারী। বিজেপিতে এসব চলে না।'
কৌতুহল বাড়ছে রাজনৈতিক মহলে। শুভেন্দু দল থেকে বেরিয়ে যাওয়ার পর সোমবার তাঁর বিধানসভা কেন্দ্রে প্রথম জনসভা করেন মমতা।
সেই সভার মঞ্চ থেকে একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের 'প্রথম প্রার্থী'র নামও ঘোষণা কর দেন তিনি। মমতা বলেন, 'আচ্ছা, আমি-ই যদি নন্দীগ্রামে দাঁড়াই কেমন হয়? এটা আমার আবেগের জায়গা।ভবানীপুরকেও আমি নেগলেক্ট করছি না। ওটাও আমার আবেগের জায়গা। ওখানেও ভালো প্রার্থী দেব। তবে সুব্রত বক্সীকে বলব, নন্দীগ্রামে আমার নামটা চূড়ান্ত করে দিতে।' সঙ্গে যোগ করেন, 'ভবানীপুরের মানুষকেও আমি কষ্ট দেব না। ম্যানেজ করতে পারলে নন্দীগ্রাম ও ভবানীপুর, দুই জায়গা থেকেই আমি দাঁড়াব। নন্দীগ্রামে আমি দাঁড়াব-ই।'
এদিন মমতার সভাস্থল থেকে কিছু দূরে খেজুরির হেঁড়িয়ায় পাল্টা জনসভা করলেন শুভেন্দু অধিকারী। সভার মঞ্চ থেকে মমতাকে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়লেন, 'দুই জায়গায় দাঁড়ালে চলবে না। নন্দীগ্রামেই দাঁড়াতে হবে। কার ভরসায় দাঁড়াবেন নন্দীগ্রামে? আমি লড়াই করতে জানি, আমরাই জিতব। মমতাই হারবেন।' কীভাবে মমতা বন্দ্যোপাধ্য়ায়কে হারাবেন, সে অঙ্কটা বুঝিয়ে দিয়েছেন শুভেন্দু। তাঁর দাবি, 'মমতা ৬২ হাজারের ভরসা করছে। আর আমার কাছে ২ লক্ষ ১৩ হাজার।' তবে নন্দীগ্রামে বিজেপির প্রার্থী কে হবেন, তা খোলসা করলেন না শুভেন্দু।
Post A Comment:
0 comments so far,add yours