চার মাসে জোড়া-রহস্যমৃত্যু! IIT খড়্গপুরে উদ্ধার আর এক পড়ুয়ার ঝুলন্ত দেহ
আজই ‘যোগ্য-অযোগ্য’ তালিকা প্রকাশ করবে SSC? তাকিয়ে গোটা বাংলা
নিজের স্ত্রীকে ধারার অস্ত্র দিয়ে কুপিয়ে খুন, পলাতক অভিযুক্ত স্বামী
ক্ষতিপূরণ চাই না, স্থায়ী BSF ক্যাম্প চাই’, তৃণমূলের প্রতিনিধিদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন জাফরাবাদে মৃত চন্দনের দিদি
মুখ দেখাদেখিও বন্ধ ছিল, ২০ বছর পর ‘ভাব’ হচ্ছে উদ্ধব ও রাজ ঠাকরের? মহারাষ্ট্রে রাজনীতিতে জোর জল্পনা
আবারো পালটি খেলো অতিরিক্ত মাল বোঝাই করা ট্রাক। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপ শহর এর নিকট সুন্দরবন বালিকা বিদ্যানিকেতন এর পার্শ্ববর্তী রাস্তায়।
ঘটনাটি ঘটে আজ সকাল বেলায়। ট্রাকটি সম্পূর্ণ চুনের বস্তায় ভর্তি ছিলো। কাকদ্বীপ থানা সূত্রে জানা খবর গাড়িটি অতিরিক্ত মাল বোঝাই ছিলো, গাড়ির মালিক ড্রাইভারকে ওই রাস্তায় গাড়িটি ঢোকাতে বারণ করলেও ড্রাইভার না শুনেই গাড়িটি ঢোকান, মুহূর্তের মধ্যে ওই রাস্তায় থাকা জলনিকাশি বোল ভেঙে ট্রাকের চাকা ঢুকে যায়, ডানদিকে ঝুঁকে পরে যায় গাড়ির পেছনের অংশ।
গাড়ির সামনের অংশ কোন ভাবে ক্ষতি না হওয়ায় ড্রাইভারের কোনো ক্ষতি হয়নি। চুনের বস্তা গুলি প্রায় গার্লস স্কুলের সামনে ডোবায় পরে যায়। কিছু পরিমান তোলা গেলেও কিছু রয়ে যায়।
Post A Comment:
0 comments so far,add yours