রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার একটি উচ্চ-পর্যায়ের বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এর পরিচালক টেড্রস আধানম গেব্রেইয়েসাস (Tedros Adhanom Ghebreyesus) শুক্রবার বলেন, বিশ্বমারীর বিরুদ্ধে লড়াই করার জন্য করোনা ভাইরাস ভ্যাকসিনের রোল আউট। কিন্তু তার মানে মারাত্মক করোনভাইরাস নির্মূল হয়ে যাবে এমনটা নয়।
তবে তিনি খানিক আশার আলো জ্বালিয়েছেন। এদিন তিনি বলেন, "করোনা অতিমারি শেষ হওয়ার স্বপ্ন দেখা শুরু করতে পারে বিশ্ব"।
পাশাপাশি, ভ্যাকসিন নিয়ে যে সতর্ক বার্তা জারি করেছেন, তা হল,  কোনো ভাবেই যেন ধনী ও শক্তিশালী দেশগুলি দরিদ্র এবং প্রান্তিক দেশগুলিকে যেন কোনঠাসা না করে।
টিকার নেওয়ার পর অতিমারি শেষ হতে পারে, এমন আশা প্রকাশ করলেও টিকা গ্রহণের পথ, তারপর বিশ্বমারী শেষ হয়ে যাব, এই গোটা পথটা সময় সাপেক্ষ। পাশাপাশি মসৃণ হবে না।এদিন বৈঠকে তিনি বলেন, অতিমারির জন্যই ‘মানবতার ভালো এবং খারাপ দিকগুলি’ বিশ্ব দেখতে পেয়েছে। বদলে গিয়েছে বিশ্বের দৃষ্টিভঙ্গি।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours