রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার একটি উচ্চ-পর্যায়ের বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এর পরিচালক টেড্রস আধানম গেব্রেইয়েসাস (Tedros Adhanom Ghebreyesus) শুক্রবার বলেন, বিশ্বমারীর বিরুদ্ধে লড়াই করার জন্য করোনা ভাইরাস ভ্যাকসিনের রোল আউট। কিন্তু তার মানে মারাত্মক করোনভাইরাস নির্মূল হয়ে যাবে এমনটা নয়।
তবে তিনি খানিক আশার আলো জ্বালিয়েছেন। এদিন তিনি বলেন, "করোনা অতিমারি শেষ হওয়ার স্বপ্ন দেখা শুরু করতে পারে বিশ্ব"।
পাশাপাশি, ভ্যাকসিন নিয়ে যে সতর্ক বার্তা জারি করেছেন, তা হল, কোনো ভাবেই যেন ধনী ও শক্তিশালী দেশগুলি দরিদ্র এবং প্রান্তিক দেশগুলিকে যেন কোনঠাসা না করে।
Post A Comment:
0 comments so far,add yours