ভারতীয় স্টেট ব্যাংক (SBI) শুধুমাত্র দেশের মধ্যে মধ্যেই বৃহত্তম ব্যাংক নয়, এটি বিশ্বের প্রথম সারির ব্যাংকগুলির মধ্যে অন্যতম হিসেবে বিবেচিত হয়। ফলে এই ব্যাংকে কাজ করা বহু যুবক-যুবতির কাছেই লক্ষ্য। আর এই স্বপ্ন পূরণে ইতিমধ্যে বড় সুযোগ হাজির হয়েছে সেই সমস্ত যুবক-যুবতীর জন্য। কারণ, এই পদে অনলাইনে আবেদনের শেষ দিন শুক্রবার, ৪ ডিসেম্বর। পাশাপাশি ওই দিন পর্যন্তই ফি জমা দেওয়া যাবে। ফলে যে সমস্ত আগ্রহী যোগ্য প্রার্থীরা এখনও পর্যন্ত অনলাইনে আবেদন করেনি শেষ মুহূর্তের হুড়োহুড়ি এড়াতে এখনও আবেদন করুন।
গত ১৪ অক্টোবর দীপাবলির দিন থেকেই শুরু হয়ে গিয়েছে SBI-এ PO পদে অনলাইনে আবেদন প্রক্রিয়া। মোট শূন্য আসন ২,০০০টি। মোট তিন দফায় প্রিলিমিনারি, মেইন এবং ফাইনাল ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। এই প্রতিবেদনে SBI PO Recruitment 2020 সংক্রান্ত তথ্য তুলে ধরা হল। আবেদন করার আগে জেনে নিন সব তথ্য।

শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীকে যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে অথবা কেন্দ্রীয় সরকারের স্বীকৃত সম মানের ডিগ্রি থাকতে হবে। ফাইনাল ইয়ার/ফাইনাল সেমিস্টারের ছাত্রছাত্রীরাও শর্তাধীন আবেদন করতে পারবেন। সেই ক্ষেত্রে ইন্টারভিউর জন্য ডাক পেলে ১ সেপ্টেম্বর ২০২০ বা তার আগে স্নাতক ডিগ্রি পেশ করতে হবে। চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট (CA) ডিগ্রি থাকলেও আবেদন করা যাবে।

বয়সসীমা: ১ এপ্রিল ২০২০ অনুসারে প্রার্থীর বয়স হতে হবে ২১ বছর থেকে ৩০ বছরের মধ্যে।

প্রবেশনারি অফিসার পদে মোট ২,০০০ শূন্য আসনে কর্মী নিয়োগ করা হবে। সরকারি নিয়ম অনুসারে আসন সংরক্ষণের ব্যবস্থা থাকছে। এদিকে, সাধারণ এবং OBC প্রার্থীদের জন্য ফি ধার্য্য করা হয়েছে ৭৫০ টাকা। তবে SC বা ST প্রার্থীদের কোনও ফি দিতে হবে না।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, ২০২০ সালের ৩১ ডিসেম্বর এবং ২০২১ সালের ২ জানুয়ারি, ৪ জানুয়ারি এবং ৫ জানুয়ারি প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা। জানুয়ারির তৃতীয় সপ্তাহে ফলপ্রকাশের সম্ভাবনা। প্রিলিমিনারিতে সফল হলে ডাক পাওয়া যাবে মেইনে। সেই পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী বছরের ২৯ জানুয়ারি। ফেব্রুয়ারির তৃতীয় বা চতুর্থ সপ্তাহে মেইনের ফলাফল ঘোষণা করা যেতে পারে। মেইনে উতরে গেলে প্রার্থীকে ফাইনাল ইন্টারভিউর জন্য ডাকা হবে।

SBI প্রবেশনারি অফিসার পদে যোগদানের সময় বেসিক বেতন ২৭ হাজার ৬২০ টাকা। সেইসঙ্গে চারটি অ্যাডভ্যান্স ইনক্রিমেন্ট। পাশাপাশি প্রার্থীরা DA, CCA, HRD-র মতো সমস্ত সুযোগ সুবিধা ও ভাতা পাবেন। এছাড়া চাকরি পাওয়ার পরে প্রার্থীকে ব্যাংকের সঙ্গে ২ বছরের একটি বন্ডে স্বাক্ষর করতে হবে।

আগ্রহী প্রার্থীদের শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে। সে ক্ষত্রে বৈধ ই-মেইল আইডি এবং মোবাইল নম্বর থাকা আবশ্যক। ইমেইন বা SMS-এর মাধ্যমে ব্যাংকের তরফে প্রার্থীর সঙ্গে যোগাযোগ করা হতে পারে। প্রথমে আগ্রহী প্রার্থীকে ব্যাংকের ‘Career’ ওয়েবসাইট বা SBI ওয়েবসাইটের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন পর্ব মিটে গেলে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে ফি জমা দিতে হবে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours