নয়া ৩ কৃষি আইন প্রত্যাহার করতে হবে।  ফসলের ন্যূনতম মূল্যের(MSP) আইনি নিশ্চয়তা দিতে হবে। এমন অনড় অবস্থান নিয়েই আগামী ২৯ ডিসেম্বর কৃষি আইন নিয়ে কেন্দ্রের সঙ্গে আলোচনায় বসছেন কৃষকরা।

প্রধানমন্ত্রী গত কয়েক দিনে বারে বারেই বলছেন, নয়া ৩ কৃষি আইন(Farm Laws) কৃষক স্বার্থের কোনও ক্ষতি করবে না। তাঁদের MSP বজায় থাকবে, মান্ডি থাকবে। তাঁর যেখানে বেশি দাম পাবেন সেখানেই ফসল বিক্রি করুন। মান্ডিতে বিক্রি করুন, রাজ্যের বাইরে বিক্রি করুন কিংবা কোনও ব্যসবায়িক প্রতিষ্ঠানকে বিক্রি করুন, কোনও সমস্যা হবে না। এনিয়ে কৃষকদের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে বিরেধীরা।
এরকম এক পরিস্থিতিতে শনিবার কেন্দ্রের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব নিয়ে সিংঘু সীমান্তে বৈঠকে বসেন ৪০ কৃষক সংগঠনের নেতারা। সেখানে  ঠিক হয় আগামী ২৯ ডিসেম্বর সরকারের সঙ্গে আলোচনায় বসা হবে। তবে কীভাবে ওই আইন প্রত্যাহার করা হবে, এমএসপির গ্যারান্টি কীভাবে সরকার দেবে তা নিয়ে আলোচনা করতে হবে।

কৃষক নেতা দর্শনপাল সিং শনিবার বলেন, আাগামী ৩০ ডিসেম্বর কৃষি বিলের বিরুদ্ধে ট্র্যাক্টর Rally করবে কৃষকরা। এটি হবে কুন্ডলি- মানেশ্বর-পালওয়াল হাইওয়েতে। সবাইয়ের কাছে অনুরোধ, এবছর নববর্ষ পালন করুন আন্দোলনরত কৃষকদের সঙ্গে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours