শুধু ফুসফুস বা হৃদ্‌যন্ত্র নয়, গত কয়েক মাসে রোগীর মস্তিষ্কেও হানা দিচ্ছে করোনাভাইরাস। চিকিৎসকেরা যাকে বলছেন কোভিড এনকেফ্যালোপ্যাথি। যার জেরে আক্রান্ত হওয়ার কয়েক দিনের মধ্যেই নিজের পরিচিতি বা পারিপার্শ্বিক প্রায় ভুলতে বসছেন রোগী।
সাম্প্রতিক গবেষণায় উদ্বেগ ছড়িয়েছে। দেখা যাচ্ছে, করোনা ভাইরাস মানুষের নাক দিয়ে ঢুকে মানুষের মস্তিষ্কে প্রবেশ করতে পারে, সোমবার প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, কোভিড-১৯ রোগীদের মধ্যে বেশ কিছু স্নায়ুর সমস্যা দেখা দিচ্ছে। অন্তত এমনই বার্তা দিচ্ছে নেচার নিউরোসায়েন্স জার্নালে প্রকাশিত নয়া গবেষণা।করোনা ভাইরাস কান দিয়ে মানুষের মস্তিষ্কের মধ্যে ঢুকে যাচ্ছে। ফলে গন্ধ, স্বাদের ক্ষমতা হ্রাস, মাথাব্যথা, অবসন্নতা, বমি বমি ভাব এবং স্নায়ুবিক কিছু সমস্যা দেখা দিচ্ছে।
গবেষণা বলছে, কোনও নির্দিষ্ট রোগীর ন্যাসো ফ্যারিংস্কে কিছু ভাইরাসের উপাদান মিলেছে। যা তাঁর মস্তিষ্কেও পাওয়া গিয়েছে। এমনভাবে ছড়িয়ে পড়া ভাইরাস কতদিন থাকতে পারে? শরীরে ভাইরাসের পরিমাণ এবং ধরনের ওপর নির্ভর করছে এই রোগ কতদিন টিকে থাকবে।বলা হচ্ছে এন্ডোথেলিয়াল ও স্নায়বিক কোষের মধ্যে দিয়েই ভাইরাসের প্রভাব পড়ছে মস্তিষ্কেও। গবেষণায় দেখা গিয়েছে স্নায়ুতন্ত্রের বহু জায়গায় সার্স কোভিড ছড়িয়ে পড়ছে। মেডুলা অবলংগাটা সহ একাধিক জায়গায় এটি ছড়াতেই বিপদ ঘটছে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours