দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের আহ্বানে এক বিশাল মহাসমাবেশের আয়োজন করা হয়েছিল সাগরের কন্যাশ্রী মাঠে, (চৌরঙ্গী, রুদ্রনগর)।
ওই সভার প্রধান বক্তা ছিলেন - শ্রী দেবাংশু ভট্টাচার্য (মুখপাত্র-তৃণমূল যুব কংগ্রেস পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি),উজ্জ্বল উপস্থিতি- শ্রী শুভাশীষ চক্রবর্তী (সাংসদ- রাজ্য সভা, সভাপতি দক্ষিণ ২৪ পরগনা জেলা তৃণমূল কংগ্রেস কমিটি),জনাব শওকত মোল্লা (বিধায়ক ক্যানিং, সভাপতি তৃণমূল যুব কংগ্রেস দক্ষিণ ২৪ পরগনা জেলা কমিটি),শ্রী বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয় বিধায়ক সাগর, চেয়ারম্যান G.B.D.A,
 এবং ওই সভায় পৌরহিত্যো- শ্রী মহিতোষ দাস, সভাপতি সাগর ব্লক তৃণমূল কংগ্রেস,
মুড়িগঙ্গা ২ গ্রাম পঞ্চায়েতের সম্মানীয় প্রধান শ্রী গোবিন্দ মণ্ডল মহাশয়,মৎস্য ও প্রাণিসম্পদ বিকাশ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ মাননীয় আব্দুল শামির শাহ্ মহাশয়, মুড়িগঙ্গা ২ অঞ্চলের কিষান কমিটির সভাপতি মাননীয় শ্রী মনোরঞ্জন দাস মহাশয়,
 সহ সাগর ব্লক তৃণমূল কংগ্রেসের সকল নেতা-নেত্রীবৃন্দ, ওই দিনের সভায় সাগর ব্লক তৃণমূল কংগ্রেসের কয়েক হাজার কর্মী সমর্থকরা ভিড় জমায়।
এই সভাকে কেন্দ্র যাতে কোনো অকৃতিকর ঘটনা না ঘটে সেইজন্য সাগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক বাপি রায়ের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী নিরাপত্তায় মুড়ে ফেলেন।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours