নিজস্ব প্রতিবেদন: নির্বাচনে হার, হজম হয়নি ডোনাল্ড ট্রাম্পের। ফল ঘোষণা হওয়া পর্যন্ত শয়নে স্বপনে তিনি বিশ্বাস করতেন তিনিই জিতবেন। হার স্বীকারে নাছোড় ছিলেন ট্রাম্প। যার জন্য নানাভাবে অভিযোগ এনে নির্বাচনের ফলকে মিথ্যা প্রমাণ করার চেষ্টা করেছেন।
কিন্তু শেষ পর্যন্ত যেতেই হল।কিন্তু তার আগে  ২০২৪-এর নির্বাচনেও নিজেকে প্রাসঙ্গিক রাখার বার্তা দিয়ে গেলেন। চার বছর পরে আপনাকে দেখে নেব" হুঁশিয়ারি রিপাবলিকান ট্রাম্পের।
মঙ্গলবার হোয়াইট হাউসে তাঁর কাটানো শেষ ক্রিসমাস পার্টি ছিল। সেখানে তিনি বলেন ’’ হোয়াইট হাউজে কাটানো  অদ্ভুত, ভিন্ন ধরনের চার বছর ছিল।আমরা আরও চার বছর কাজ করার চেষ্টা করেছি। কিন্তু  আমি আপনাকে চার বছরে দেখে নেব।‘‘
গত ৩ নভেম্বরের আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের পর তেমনভাবে আর জনসমক্ষে আসেননি ডোনাল্ড ট্রাম্প।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours