ভারতে করোনা পরিস্থিতি উদ্বেগজনক হওয়ায় শেষ পর্যন্ত বিদেশের মাটিতে আইপিএল করতে বাধ্য হয় বিসিসিআই। সবদিক বিবেচনা করে সংযুক্ত আরব আমিরশাহিকে আইপিএল-এর জন্য সুরক্ষিত ভেন্যু হিসেবে বেছে নেয় সৌরভের বোর্ড। জৈব সুরক্ষা বলয়ে ১০ নভেম্বর সংযুক্ত আরব আমিরশাহিতে ৫৩ দিনের ক্রিকেট যজ্ঞ শেষ হয়েছে। করোনা উদ্বেগের মাঝে বিদেশের মাটিতে সফলভাবে সম্পন্ন হয়েছে আইপিএল।
আর এই নিয়েই পাক ক্রিকেট বোর্ডের চিফ এক্সিকিউটিভ ওয়াসিম খান বলেন, "ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন নিয়ে একটা অনিশ্চয়তা রয়েছে। কারণ অবশ্যই ওখানকার কোভিড পরিস্থিতি। আর তাই ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ হয়তো হতে পারে সংযুক্ত আরব আমিরশাহিতে।"
ভারত-পাকিস্তান দুই দেশের রাজনৈতিক সম্পর্ক যে পর্যায়ে তাতে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের জন্য ভারতের ভিসা পাওয়া নিয়ে উদ্বিগ্ন পাকিস্তান ক্রিকেট বোর্ড। ভারতে আয়োজিত ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের জন্য ভিসার ব্যাপারে আইসিসি-র কাছ থেকে নিশ্চয়তা চেয়ে চিঠিও দিয়েছে পিসিবি।
Post A Comment:
0 comments so far,add yours