একসময় ছিল না মাথা গোঁজার ছাদ, সেই মনোজই এখন প্রতিমাসে কিনতে পারেন দু-দুটো বাড়ি! কীভাবে পাল্টাল জীবন?
ঠিক কত বাড়ি ভেঙেছে মুর্শিদাবাদ, সামনে এল সংখ্যাটা
জানালা দিয়ে ঢুকে ব্লেড দিয়ে কাপড় কেটে ধর্ষণের চেষ্টার অভিযোগ
ক্ষতি হবে ১৩ হাজার কোটির! এবার ‘সন্ত্রাসে মদত জোগানোর’ ঠেলা বুঝবে পাকিস্তান, মোক্ষম জবাব ভারতের
এবার জম্মু-কাশ্মীরে সেনা নার্সিং কলেজের ওয়েবসাইট হ্যাক করল পাকিস্তানের হ্যাকাররা
প্রায় ঘণ্টাদু'য়েকের বৈঠক সেরে রাজভবন থেকে বেরিয়ে রাজ্যপালের সঙ্গে তাঁর সাক্ষাৎকার নিয়ে কোনও রকম 'স্পেকুলেশন' করতে নিষেধ করলেন সৌরভ গাঙ্গুলি।
রবিবার সন্ধেবেলায় রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি।
এই সাক্ষাৎকার নিয়ে সৌরভকে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'রাজ্যপাল কখনও ইডেন গার্ডেন্স দেখেননি। পরের সপ্তাহে ওঁকে ইডেনে নিয়ে যাব।' তিনি আরও জানান, রাজ্যপালের সঙ্গে তাঁর অন্যত্র দেখা হয়েছে, কিন্তু তিনি কখনও রাজভবনে আসেননি। একেবারেই সৌজন্য সাক্ষাৎ এটি। পরে এক প্রশ্নের উত্তরে সৌরভ বলেন, রাজ্য়পালের সঙ্গে তাঁর এই সাক্ষাৎ নিয়ে যেন কোনও জল্পনা না করা হয়।
Post A Comment:
0 comments so far,add yours