২৪ ঘণ্টার ব্যবধানে ফের অগ্নিকাণ্ড। বরাহনগরের পর এবার নিমতা। ভষ্মীভূত হয়ে গেল তিনতলা বাড়ি। ঘিঞ্জি এলাকায় আগুন নিয়ন্ত্রণে করতে গিয়ে বিপাকে দমকলকর্মীরা। ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন। একজন পুলিসকর্মী আহত হয়েছেন বলে খবর। এলাকায় আতঙ্ক।
ঘড়িতে তখন সন্ধে ৮টা। আচমকাই নিমতার কালচার মোড় এলাকায় একটি ৩ তলা বাড়িতে আগুন লেগে যায়। মহুর্তের মধ্যে কালো ধোঁয়া ঢেকে যায় গোটা এলাকা। স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই বাড়িতে কাঠের আসবাবপত্র, প্লাইউড-সহ দাহ্য পদার্থ মজুত ছিল। ফলে খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে একে একে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৩টি ইঞ্জিন। কিন্তু ততক্ষণে পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। এলাকাটি ঘিঞ্জি হওয়ার সমস্যায় পড়েন দমকলকর্মীরা। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন এক পুলিসকর্মী। শেষ খবর অনুযায়ী, আগুন নিয়ন্ত্রণে আসেনি এখনও। ইতিমধ্যেই বাড়িটি ভষ্মীভূত হয়ে গিয়েছে।

উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের বরাহনগরে। স্থানীয় ভরত পল্লি এলাকায় পুড়ে ছাই হয়ে যায় পুরনো জিনিসপত্র এবং প্লাস্টিকের গোডাউন। আতঙ্ক ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকায়। দমকলের পাঁচটি ইঞ্জিন ঘণ্টা দুয়েকের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours