দেশের বিভিন্ন জায়গায় এখন করোনায় প্রকোপ আগের থেকে কমেছে। ফলে কিছু রাজ্যে চলতি মাস থেকেই স্কুল খুলবে। তবে কিছু রাজ্যে ভ্যাকসিন আসার পরই স্কুল খুলবে বলে জানা যাচ্ছে।
দেশের একাধিক রাজ্যে প্রায় আট মাস ধরে স্কুল বন্ধ। বাচ্চারা বাড়িতেই পড়াশোনা করেছে। তবে গত দু-তিন মাস ধরে অনলাইন ক্লাস শুরু হয়েছে পুরোদমে।১৫ ডিসেম্বর থেকে স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছে উত্তরাখণ্ডের সরকার। প্রথমে উঁচু ক্লাসের ছেলেমেয়েরা স্কুলে যাবে।
হরিয়ানায় ১৪ ডিসেম্বর থেকে স্কুল খুলবে। প্রথমে উঁচু ক্লাসের বাচ্চারা যাবে স্কুলে। ২১ ডিসেম্বর থেকে নিচু ক্লাসের ছাত্র-ছাত্রীরা স্কুলে যাবে।
মহারাষ্ট্রে ক্লাস নাইন থেকে টুয়েলভ-এর ছাত্র-ছাত্রীরা গত মাস থেকে স্কুলে যাচ্ছে। পরিস্থিতি ঠিকঠাক থাকলে জানুয়ারি থেকে নিচু ক্লাসের বাচ্চারা স্কুলে যাবে। বিহারে স্কুল খুলতে পারে চলতি মাসে। তবে ওড়িশার সরকার স্কুল খোলা নিয়ে এখনও দ্বন্দ্বে রয়েছে। দিল্লি, বাংলা, হিমাচল, মিজোরাম, রাজস্থানে এখনই স্কুল খুলবে না।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours