কেন্দ্রের বিতর্কিত কৃষি আইন বাতিলের দাবি ও দিল্লিতে কৃষক আন্দোলনের সমর্থনে বামেরা পথে নামলেন। শনিবার তারা জাতীয় সড়ক অবরোধ করে কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ জানায়।
শনিবার বিকেল সাড়ে ৪টে নাগাদ হাওড়ার উলুবেড়িয়ার খলিশানি কালীতলায় ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন বামকর্মীরা। অবরোধের জেরে জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তারা গিয়ে প্রতিবাদীদের সঙ্গে কথাবার্তা বলে অবরোধ তোলে। আন্দোলনকারীদের তরফে সিপিএম নেতা গৌতম পুরকাইত বলেন, ‘‘অবিলম্বে মোদী সরকারের কৃষি আইন বাতিল করতে হবে। না হলে আমরা আরও বৃহত্তর আন্দোলনের পথে যাব।’’আগামী ৮ ডিসেম্বর কৃষক সংগঠনগুলি ভারত বন্ধের ডাক দিয়েছে। ওই দিন বন্ধ সফল করতে সাধারণ মানুষের কাছে আর্জি জানিয়েছে বামেরা। গৌতম বলেন, ‘‘সচেতন নাগরিক মাত্রেই এই বন্ধ সমর্থন করবেন। আমরা ওই বন্ধের সমর্থনেও পথে নামব।’’
Post A Comment:
0 comments so far,add yours