আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুপার লিগে খাতা খুলল বিরাট কোহলি টিম ইন্ডিয়া। ক্যানবেরার মানুকা ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচ জেতার সঙ্গে সঙ্গেই পয়েন্ট টেবিলে জায়গা করে নিল ভারতীয় ক্রিকেট দল। ৪০ পয়েন্ট নিয়ে মগডালে অস্ট্রেলিয়া।

তিন ম্যাচের একদিনের সিরিজ দিয়েই টিম ইন্ডিয়ার অস্ট্রেলিয়া সফর শুরু হয়েছে। আইসিসি বিশ্বকাপ সুপার লিগের অন্তর্গত এই ওয়ান ডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডকে হারিয়ে, আর ঘরের মাঠে ভারতকে হারিয়ে আইসিসি ওয়ার্ল্ড কাপ সুপার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। দুটি সিরিজে ছটি ম্যাচের ৪ টিতে জিতে ৪০ পয়েন্ট নিয়ে সবার ওপরে অজিরা।

ছটি ম্যাচের মধ্যে তিনটি ম্যাচ জিতে ৩০ পয়েন্ট নিয়ে তালিকায় দুই নম্বরে ইংল্যান্ড। তিনটি ম্যাচের দুটিতে জিতে ২০ পয়েন্ট নিয়ে তালিকায় তিন নম্বরে পাকিস্তান। আর তিনটি ম্যাচের মাত্র একটিতে জিতে আইসিসি বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট তালিকায় ৬ নম্বরে রয়েছে টিম ইন্ডিয়া। ভারতের উপরে রয়েছে জিম্বাবোয়ে এবং আয়ারল্যান্ড।

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours