পাইপ ফেটে আগুন টুরিস্ট নৌকায় আগুন।ঘটনাটি ঘটেছে সুন্দরবনের বনি ক্যাম্প এর কাছাকাছি আজমল মারি ৮ নম্বর দ্বীপের পাশে সর্বমঙ্গলা নামক টুরিস্ট নৌকায়।বিশেষ সূত্রে জানা যায়,বর্তমানে শীতের মরশুমে পর্যটকরা সুন্দরবনের বিভিন্ন দ্বীপে নৌকার মাধ্যমে ভ্রমণ করেন।
সেইরূপে ১২ ই ডিসেম্বর নামখানা থেকে প্রায় ৪০ জন পর্যটক নিয়ে কলস হয়ে ১৩ ই ডিসেম্বর সকাল দশটা নাগাদ বনি ক্যাম্প এর উদ্দেশ্যে রওনা দেয় একটি নৌকা।ঠিক সেই সময় হঠাৎ রান্নার গ্যাসের পাইপ ফেটে নৌকাটিতে আগুন লাগে সেই মুহূর্তে থাকা কাছাকাছি ছোট জেলে নৌকা ও বনদপ্তরের পেট্রোলিং বোর্ড এসে আগুন নেভাতে সাহায্য করে এবং পর্যটকদের উদ্ধার করে বনি ক্যাম্পে নিয়ে যায়।
Post A Comment:
0 comments so far,add yours