নাম জেনে ৩০ জনকে খুন করেছে এরা, জানুন কাশ্মীর হামলার পিছনে এই টিআরএফের ঠিকুজি-কুষ্ঠি
কাশ্মীরে জঙ্গি হামলার পরই কেন নেটিজেনদের নিশানায় অমিতাভ?
ভয়ঙ্কর’, জঙ্গি হামলা নিয়ে ক্ষোভ উগরে দিলেন ভারতে সফররত আমেরিকার ভাইস প্রেসিডেন্ট
হৃদয়বিদারক! ন্যক্কারজনক’, কাশ্মীরে জঙ্গি হামলায় ফুঁসছে বলিউড
কোথাও শেখায় না মানুষ মারো’, ভাস্বরের কাশ্মীরি মুসলিম বন্ধুদের আর্তনাদ
নতুন বছরের শুরুতে স্বাভাবিক হওয়ার পথে কলকাতা মেট্রো (Kolkata Metro)। ৪ জানুয়ারি থেকে বাড়ছে ট্রেনের সংখ্যা। এর পাশাপাশি অফিস টাইমে ৭ মিনিট অন্তর পাওয়া যাবে মেট্রো। শনি ও রবিবার লাগবে না ই-পাস (E-Pass)। স্মার্টকার্ডে (Smart Card) যাতায়াত করতে পারবেন যাত্রীরা।
৪ জানুয়ারি থেকে মেট্রোর (Kolkata Metro) সংখ্যা বেড়ে হচ্ছে ২২৮টি। আপে চলবে ১১৪টি। সমসংখ্যক ট্রেন চলবে ডাউনে। ট্রেনের (Kolkata Metro) সংখ্যা বাড়ায় আপ লাইনে সকাল ৯টা থেকে সন্ধে ৭.৫০টা পর্যন্ত ৭ মিনিট অন্তর পাওয়া যাবে মেট্রো। ডাউন লাইনে সকাল ৮ টা ৪৮ মিনিট থেকে সন্ধে ৭টা ১৮ মিনিট পর্যন্ত ৭ মিনিটের ব্যবধান থাকবে। অর্থাৎ অফিস টাইমে বেশিক্ষণ আর ট্রেনের অপেক্ষায় থাকতে হবে না।
আগের মতো এখনই টোকেন ব্যবস্থা চালু হচ্ছে না। বর্তমানে সিনিয়র সিটিজেন, মহিলা ও শিশুদের ই-পাস লাগছে না। ৪ জানুয়ারিতে অফিস টাইম ছাড়া বাকি যাত্রীদেরও ই-পাস আবশ্যক নয়। সকাল ৯ থেকে ১১টা এবং বিকেল ৫ থেকে সন্ধে ৭টা পর্যন্ত ই-পাস লাগবে সাধারণ যাত্রীদের। বাকি সময়ে স্মার্টকার্ডেই (Smart Card) চলতে পারবেন যাত্রীরা। শনি ও রবিবার লাগবে না ই-পাস (E-Pass)।
Post A Comment:
0 comments so far,add yours