#মুম্বই: সুপারহিট গায়ক হানি সিং (Honey Singh) -র নতুন গান বাজারে আসতেই ধামাল মাচিয়েছেন৷ হানি ফ্যানরা প্রতীক্ষা করছিলেন কবে আসবে তাঁর নতুন গানের অ্যালবাম৷ তাঁর ফ্যানেরা তাঁর র্যাপের দিওয়ানা৷ মঙ্গলবারই রিলিজ হয়েছে তাঁর নতুন গান ফার্স্ট কিস (First Kiss)৷ অ্যালবামে তাঁর সঙ্গী ইপ্সিতা৷ ক্লাসিক্যাল ড্যান্সের প্রশিক্ষণপ্রাপ্ত তাঁর অভিষেক অ্যালবাম নিয়ে উচ্ছ্বসিত ছিলেন৷এই গানে হানি ফের একবার নিজের পুরনো আন্দাজে রয়েছেন৷
এই ভিডিও শ্যুটিং প্রাথমিকভাবে লন্ডনে হওয়ার কথা ছিল৷ কিন্তু করোনা ভাইরাস সংক্রমণের জেরে প্ল্যানিং পুরো বদলে যায়৷ শ্যুটিং হয় দুবাই ও দিল্লিতে৷ কিন্তু এতে যে কিছু এসে যায়নি ভিডিও রিলিজ হতেই সুপারহিট৷২৪ ঘণ্টার মধ্যেই ভিডিও-র ভিউ এক কোটি ছাড়িয়েছে৷ লাইকের সংখ্যাও দশ লক্ষেরও বেশি৷ দেখে নিন সেই ভিডিও৷
https://youtu.be/HO7CRp44s10
Post A Comment:
0 comments so far,add yours