অত্যন্ত সংকটজনক অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।
রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, একাধিক অঙ্গ বিকল হয়ে গিয়েছে গগৈয়ের। প্রবল শ্বাসকষ্ট রয়েছে।করোনমুক্ত হওয়ার পর শরীরে একাধি জটিলতা দেখা দেয় তরুণ গগৈয়ের। তাঁকে ভর্তি করা হয়েছে, গুয়াহাটি মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালে।
বিশ্বশর্মা বলেন, শনিবার বিকেল নাগাদ গগৈয়ের শারীরিক পরিস্থিতি অত্যন্ত অবনতি হয়। বাধ্য হয়েই তাঁকে চিকিত্সকরা ইনকিউবেশন ভেন্টিলেশন দেন। এখন একেবারেই সংজ্ঞাহীন রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।বিশ্বশর্মা আরও জানিয়েছেন, ওষুধ ও অন্যান্য উপায়ে পরিস্থিতি আয়ত্বে আনার চেষ্টা চালাচ্ছেন চিকিত্সকরা। ডায়ালিসিস করার চেষ্টা হয়েছিল। চিকিত্সকরা জানিয়েছেন, আগামী ৪৮-৭২ ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ।
Post A Comment:
0 comments so far,add yours