হাতের কব্জির এই রেখাগুলোকে বলা হয় মণিবন্ধ রেখা ৷ অনেকেই জানেন না, হাতের রেখার মতোই গুরুত্বপূর্ণ মণিবন্ধের এই রেখাগুলিও ৷ দেখে নেওয়া যাক এই রেখা কীভাবে আপনার ভাগ্যের উপর প্রভাব ফেলে--
মণিবন্ধ থেকে বহির্ভূত রেখা যদি ত্রিভুজাকৃতি ধারণ করে তাহলে জাতক-জাতিকা নীতিবাদী ও গুপ্ত বিদ্যার অধিকারী হয়ে থাকে। এই ধরনের রেখা সম্বলিত ব্যক্তি একাধিক বাড়ির মালিক হয়ে থাকে।
যদি কোনও পুরুষের হস্তে শৃঙ্খলাকার মণিবন্ধ রেখা থাকে তবে তা পূর্ণ শুভ ফল প্রদান করে না। এই ক্ষেত্রে পুরুষ যতটা পরিশ্রম করে সেই অনুরূপ ফল প্রাপ্ত হয় না। কিন্তু এই ধরনের শৃঙ্খলাকার রেখা যদি স্ত্রী হস্তে থাকে তাহলে বৈবাহিক জীবন অত্যন্ত ব্যতিব্যস্ত হয়, তাদের অপযশও হয়ে থাকে, এমনকি তারা দ্বিতীয় কোনও সম্পর্কে আবদ্ধ হতে পারে।
মণিবন্ধ থেকে উৎসারিত হয়ে যদি দুটি রেখা বুধ পর্বতাভি মুখে যায় তাহলে সেই ব্যক্তি সফল ও খ্যাতনামা উদ্যোগপতি হয়ে থাকে।
যদি তিনটি মণিবন্ধ রেখার এক অথবা দুই স্থান খণ্ডিত হয়ে থাকে তাহলে জাতক-জাতিকা স্বীয় অভিমানের কারণে কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়।
মণিবন্ধ হতে উৎপন্ন কোনও রেখা যদি রাহুর ক্ষেত্রের দিকে প্রসারিত থাকে তাহলে জাতকের জীবন সদা সংঘর্ষময় হয়ে থাকে। জাতক-জাতিকা সংঘর্ষের মধ্য দিয়ে সাফল্য লাভ করে।
মণিবন্ধ থেকে উদ্ভূত কোনও রেখা যদি শুক্র পর্বতাভিমুখে যায় তবে ব্যক্তির প্রণয় সম্বন্ধ অত্যন্ত খোলামেলা হয়।
মণিবন্ধ হতে উদ্ভূত কোনও রেখা যদি শনির পর্বতে প্রসারিত থাকে এবং মস্তিষ্ক রেখা বক্র থাকে তাহলে ব্যক্তি মহা চোর হয়।
Post A Comment:
0 comments so far,add yours