ভারতে করোনায় আক্রান্ত শনিবার (২৮ নভেম্বর) ৯৩.৫ লক্ষ ছাড়িয়ে গেল। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪১,৩২২ জন। দেশজুড়ে সুস্থ ৮৭,৫৯,৯৬৯ জন। ফলে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৩.৬৮ শতাংশ।
স্বাস্থ্যমন্ত্রকের শনিবার সকালের বুলেটিন অনুযায়ী, দেশে মোট করোনা আক্রান্ত ৯৩,৫১,১১০। এ পর্যন্ত সারা দেশে মারা গিয়েছেন ১,৩৬,২০০ জন। দৈনিক মৃত্যু ৫০০-র নীচে নেমে এসেছে। গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৪৮৫ জন। দেশে সুস্থতার হার বাড়ার উলটো দিকে মৃত্যুহার নিম্নমুখী। বর্তমানে করোনায় মৃত্যুহার ১.৪৬ শতাংশ।কেন্দ্রের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৪,৫৪,৯৪০। যা দেশের মোট করোনা আক্রান্তের ৪.৮৭ শতাংশ।
৭ অগস্ট ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ২০ লক্ষের গণ্ডি অতিক্রম করে। ২৩ অগস্ট কোভিড আক্রান্ত ছাড়িয়ে যায় ৩০ লক্ষ। ৫ সেপ্টেম্বর সংক্রামিত বেড়ে হয় ৪০ লক্ষ। ১৬ সেপ্টেম্বরের মধ্যে আক্রান্ত বেড়ে দাঁড়ায় ৫০ লক্ষ। ২৮ সেপ্টেম্বর ৬০ লক্ষের গণ্ডি অতিক্রম করে। ১১ অক্টোবর ছাড়িয়ে যায় ৭০ লক্ষ। ২৯ অক্টোবর করোনা আক্রান্ত বেড়ে হয় ৮০ লক্ষ।দেশজুড়ে কোভিড টেস্টও ১৩ কোটির গণ্ডি ছাড়িয়েছে। শুক্রবার পর্যন্ত মোট টেস্টের সংখ্যা ১৩ কোটি ৮২ লক্ষ ২০ হাজর ৩৫৪। ভারত প্রথম থেকেই কোভিড টেস্ট বাড়ানোর উপর গুরুত্ব দিয়েছে। কী ভাবে ধাপে ধাপে কোভিড টেস্ট বেড়েছে তার জন্য একটি পরিসংখ্যানই যথেষ্ট। ৭ জুলাই পর্যন্ত ছিল ১ কোটি। ৩ অগস্টে বেড়ে হয় ২ কোটি। ১৭ অগস্টে ৬ কোটির গণ্ডি অতিক্রম করে। ৭ কোটি পূর্ণ করতে সময় লাগে ২৬ সেপ্টেম্বর। ৬ অক্টোবর ৮ কোটি ছাড়িয়ে যায়। ১৪ অক্টোবর ৯ কোটির সীমা অতিক্রম করে। ১০ কোটিতে পৌঁছতে সময় লাগে ২৩ অক্টোবর। ২ নভেম্বর মোট টেস্টের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১১ কোটি। ১১ নভেম্বর ১২ কোটি পূর্ণ হয়। ২১ নভেম্বর ১৩ কোটি অতিক্রম করে।
ওয়ার্ল্ডোমিটারের লাইভ ট্র্যাকার অনুযায়ী, দেশে মোট আক্রান্ত ৯৩,৫১,২২৪। এর মধ্যে সুস্থ ৮৭,৫৮,৮৮৬। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪১,৩৫৩, মৃত্যু ৪৮৬ জনের। সবমিলিয়ে ভাইরাসের বলি ১,৩৬,২৩৮ জন। অ্যাক্টিভ আক্রান্ত ৪,৫৬,১০০। প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় টেস্ট হয়েছে ৯৮,৯২৪ জনের।
Post A Comment:
0 comments so far,add yours