মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁর মুখপাত্র জানিয়েছেন, চলতি সপ্তাহের শুরুতেই করোনা ধরা পড়ে জুনিয়র ট্রাম্পের। তার পর থেকেই বাড়িতে কোয়ারানটিনে রয়েছেন মার্কিন প্রেসিডেন্টের বড় ছেলে।
মুখপাত্র আরও জানিয়েছেন, জুনিয়র ট্রাম্প এখনও পর্যন্ত উপসর্গহীন। কঠোর ভাবে কোভিড নির্দেশিকা মনে চলছেন। চিকিত্‍‌সকদের পরামর্শও নিচ্ছেন।মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে বেরিয়ে করোনায় আক্রান্ত হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। কোভিড ধরা পড়েছিল ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পেরও। তাঁদের এক ছেলে ব্যারনেরও সেসময় কোভিড টেস্ট রিপোর্ট পজিটিভ আসে। এ বার ট্রাম্প পরিবারের বড় ছেলে করোনায় আক্রান্ত হলেন। ডোনাল্ড ট্রাম্পের জন্য ভোট চেয়ে তিনি প্রচারে বেরিয়েছিলেন।
Kওয়ার্ল্ডোমিটারের লাইভ ট্র্য়াকার জানাচ্ছে, শুক্রবার রাত পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২ লক্ষ ৬০ হাজার ২৮৩। গত ২৪ ঘণ্টায় ভাইরাস সংক্রমণে মারা গিয়েছেন ১,৯৫১ জন। মোট সংক্রামিত বেড়ে হয়েছে ১ কোটি ২২ লক্ষ ৭৪ হাজার ৭২৬ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রামিত ২ লক্ষের উপর। তবে, মোট আক্রান্তের মধ্যে ৭৩ লক্ষ ১৬ হাজার ৩২৩ জন এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন। অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৪৬ লক্ষ ৯৮ হাজার ১২০। গোটা দেশে এ পর্যন্ত ১৭ কোটি ৭১ লক্ষের উপর কোভিড টেস্ট হয়েছে।
মোট সংক্রমণ ও মৃত্যুর নিরিখে আমেরিকা এখনও পর্যন্ত শীর্ষস্থানটি ধরে রেখেছে। সংক্রমণের নিরিখে আমেরিকার পরেই রয়েছে ভারত। আক্রান্তের সংখ্যা সাড়ে ৯০ লক্ষ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় ভারতে নয়া আক্রান্ত ৪৬ হাজারের উপর। সংক্রমণে ভারতের পরেই রয়েছে ব্রাজিল। তবে, মৃত্যুর নিরিখে আমেরিকার পরেই ব্রাজিলের অবস্থান। এ পর্যন্ত ১ লক্ষ ৬৮ হাজার ৬৬২ জন মারা গিয়েছেন।
বিশ্বের প্রথম এবং একমাত্র দেশ হিসেবে আমেরিকায় করোনাভাইরাসে মৃতের সংখ্যা আড়াই লক্ষ অতিক্রম করেছে। এনবিসি নিউজ সূত্রে খবর, বুধবারই আড়াই লক্ষের গণ্ডি অতিক্রম করে আমেরিকা। এদিকে, বিশ্বের চতুর্থ দেশ হিসেবে মেক্সিকোতেও শুক্রবার করোনায় মৃতের সংখ্যা ১ লক্ষে ছুঁয়ে ফেলল। আমেরিকা, ব্রাজিল, ভারতের পর এই নজির মেক্সিকোর।সংবাদ সংস্থা সূত্রে খবর, আমেরিকায় বিগত চার সপ্তাহের মধ্যে করোনায় মৃত্যু হার ৪২ শতাংশ বেড়েছে। অক্টোবরের গোড়ায় মার্কিন মুলুকে দৈনিক গড় মৃত্যু ছিল ৮২১। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে দৈনিক মৃত্যুর গড় বেড়ে হয়েছে ১,১৬৭।
এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড।

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours