আগামী মঙ্গলবার পেরুর বিরুদ্ধে ম্যাচে নামবে আর্জেন্টিনা ৷ ওই ম্যাচ না জিতলে নিঃসন্দেহে আরও অস্বস্তিতে পড়বে আর্জেন্টিনা ৷
#বুয়েনসআয়ার্স: বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে প্যারাগুয়ের কাছে আটকে গেল আর্জেন্টিনা ৷ নিজেদের ঘরের মাঠেই প্যারাগুয়েকে হারাতে ব্যর্থ আর্জেন্টিনা ৷ ম্যাচের মাত্র ২১ মিনিটের মাথায় পেনাল্টি পায় প্যারাগুয়ে ৷ সেখান থেকে গোল করতে ভুল করেননি অ্যাঞ্জেলো রোমেরো ৷ এরপর অবশ্য ৪১ মিনিটেই নিকোলাস গঞ্জালেসের গোলে সমতায় ফেরে আর্জেন্টিনা ৷ কিন্তু দ্বিতীয়ার্ধে অনেক চেষ্টা করেও প্যারাগুয়ের ডিফেন্স ভেঙে গোল করতে পারেনি নীল-সাদা ব্রিগেড ৷ম্যাচে একেবারেই ছন্দে ছিলেন না লিওনেল মেসি ৷ বার্সেলোনার বিরুদ্ধে জোড়া গোল করার পর ভাবা হয়েছিল, হয়তো প্রাক বিশ্বকাপের ম্যাচেও চমক দেখাবেন এলএম১০ ৷ কিন্তু দেশের জার্সিতে ফের একবার ব্যর্থ মেসি ৷ আগামী মঙ্গলবার পেরুর বিরুদ্ধে ম্যাচে নামবে আর্জেন্টিনা ৷ ওই ম্যাচ না জিতলে নিঃসন্দেহে আরও অস্বস্তিতে পড়বে আর্জেন্টিনা ৷ আপাতত ৩ ম্যাচ খেলে আর্জেন্টিনার সংগ্রহে ৭ পয়েন্ট ৷ মেসিদের পিছনে আছে ব্রাজিল ৷ তাদের সংগ্রহে ৬ পয়েন্ট ৷ ভেনেজুয়েলার বিরুদ্ধে নিজেদের পরের ম্যাচে খেলতে নামছে ব্রাজিল ৷ওই ম্যাচ জিতলেই আর্জেন্টিনাকে টপকে যাবে হলুদ জার্সিরা ৷
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours