নিজস্ব প্রতিবেদন: আবার জঙ্গিদের মুখোমুখি ভারতীয় সেনা। চলল গুলির লড়াই। আজ, বৃহস্পতিবার এই বন্দুকের লড়াই শুরু হয় দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলায় কাকাপোরা অঞ্চলের পারিগাম এলাকায়। পুলিশের কাছে বিশেষ সূত্রে ওই অঞ্চলে জঙ্গি থাকার খবর ছিল। সেই খবরের সূত্রেই অপারেশন চালানো হয়। পুলিসের সঙ্গে একযোগে অপারেশনে নামে সেনা ও সিআরপিএফ। যতদূর খবর, তাতে মনে করা হচ্ছে ২-৩ জন জঙ্গিকে ফাঁদে ফেলা গিয়েছে। একজন সিনিয়র পুলিস অফিসার তেমনই জানিয়েছেন। দু'পক্ষের গুলির লড়াইয়ের কথাও তিনি কবুল করেন।
Subscribe to:
Post Comments (Atom)
Post A Comment:
0 comments so far,add yours