ইংরেজি ২.১১.২০ তারিখ বঙ্গোপসাগরে ট্রলারডুবির ফলে ১২ জন বিপদগ্রস্ত মৎসজীবিকে জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধারের সাহসী ঘটনায় পশ্চিমবঙ্গের ডাইরেক্টর জেনারেল এন্ড ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ শ্রী বীরেন্দ্র, আই.পি.এস. মহাশয় অনুগ্রহ পুর্বক উদ্ধারকারী
দলের প্রত্যেক কে দশ হাজার টাকা আর্থিক পুরস্কার ঘোষনা করেন। আজ ইংরেজি ৪.১১.২০ সুন্দরবন পুলিশ জেলার, কাকদ্বীপ আরক্ষাধীক্ষকের কার্যালয়ে সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান শুরু হয়।
উদ্ধারকারী পুলিশ দলের ৯ জন সদস্য
১.গোবর্ধনপুর কোস্টাল থানার ভারপ্রাপ্ত আধীকারিক এস.আই অজয় কুমার চন্দ
২. এ এস আই নিশান্ত মারিক
৩. কনস্টেবল তাপস হালদার
৪. কনস্টেবল প্রশান্ত প্রামাণিক
৫. এফ- আই- বি চালক রাজু রাও
৬. সিভিক ভলেন্টিয়ার দেবাশীষ দাস
৭. সিভিক ভলেন্টিয়ার দীনেশ দাস
৮. সিভিক ভলেন্টিয়ার তন্ময় সাহু
৯. সিভিক ভলেন্টিয়ার সুকদেব গিরি
অভিনন্দিত হন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ.ডি.জি এন্ড আই.জি.পি, কোষ্টাল সিকিউরিটি শ্রী হরমনপ্রীত সিং, আই.পি.এস., আই.জি.পি, দক্ষিণবঙ্গ শ্রী রাজীব মিশ্র, আই.পি.এস.,
ডি.আই.জি, প্রেসিডেন্সি রেঞ্জ শ্রী প্রভীন কুমার ত্রিপাঠি, আই.পি.এস., সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার শ্রী বৈভব তিওয়ারি, আই.পি.এস., এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। শ্রী সিং মহাশয় পুলিশ কর্মীদের এই সাহসী আত্মদানে গভীর সন্তোষ প্রকাশ করেন এবং ভূয়সী প্রশংসা করেন। পশ্চিমবঙ্গ পুলিশ এবং সুন্দরবন পুলিশ জেলা এই ধরনের বীরের জন্য গর্বিত।
Post A Comment:
0 comments so far,add yours