নিজস্ব প্রতিবেদন : করোনা ভাইরাস এবার থাবা বসাল সলমন খানের পরিবারে! যে খবর প্রকাশ্যে আসার পরই জোর শোরগোল শুরু হয়ে গিয়েছে।
সূত্রের খবর, সম্প্রতি সলমন খানের গাড়ির চালক অশোক করোনা ভাইরাসে আক্রান্ত হন। গাড়ির চালকের পাশপাশি অভিনেতার বাড়ির আরও দুই কর্মী আক্রান্ত হন কোভিডে। তাঁদের বম্বে হাসাপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর। এরপরই সলমন নিজেকে গৃহবন্দি করে ফেলেন। সলমনের পাশাপাশি গ্যালাক্সির অন্য বাসিন্দারাও নিজেদের নিভৃতাবাসে রাখবেন বলে খবর। যদিও শেষ খবর পাওয়া পর্যন্ত সলমন খান নিজে এখনও সুস্থই রয়েছেন।বর্তমানে বিগ বিস ১৪-র শ্যুটিংয়ে ব্যস্ত সলমন খান। নিজেকে গৃহবন্দি করার ফলে বিগ বসের শ্যুটিং 'ভাইজান' কীভাবে করবেন বলে প্রশ্ন উঠতে শুরু করেছে। এদিকে সলমনের গোটা পরিবার সেলিম খান এবং সালমা খানের বিবাহবার্ষিকীর অনুষ্ঠান পালনের জন্য প্রতিবারের মতো এবারও মুখিয়ে ছিল। কোভিডের আচমকা হানায় এবার ওই অনুষ্ঠান নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।
অন্যদিকে রাধের শ্যুটিং সবে সবে শেষ করেছেন সলমন খান। এই সিনেমায় সলমনের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন দিশা পাটানি।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours