কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, টিকার জন্য ৪টি গোষ্ঠীকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। তাঁরা হলেন—
১) চিকিৎসক ছাড়াও নার্স-আশাকর্মী মিলিয়ে অন্তত ১ কোটি স্বাস্থ্যকর্মী। এঁদের পাশাপাশি কোভিড 19 ভ্যাকসিন দেওয়া হবে ডাক্তারির পড়ুয়াদেরও।
২) করোনা-যুদ্ধে সামনের সারিতে থেকে লড়াই করা পুরকর্মী, পুলিশ এবং সেনাকর্মী মিলিয়ে ২ কোটি মানুষকেও চিহ্নিত করা হয়েছে।
৩) ৫০ বছর বেশি বয়সি ২৬ কোটি মানুষকেও প্রাথমিক ভাবে টিকা দেওয়া হবে।
৪) ৫০ বছরের কমবয়সি হওয়া সত্ত্বেও যাঁদের কো-ম
মর্বির্ডিটি রয়েছে, এমন ১ কোটি মানুষকে টিকা দেওয়া হবে।
গোটা ব্যবস্থা যাতে সুষ্ঠু ভাবে এগোয়, তা দেখতে রাজ্যগুলিকে টাস্ক ফোর্স গঠন করতে বলেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। ইলেকট্রনিক ভ্যাকসিন ইনটেলিজেন্স নেটওয়ার্ক বা ইভিআইএন-এর মাধ্যমে টিকাকরণের বিষয়টি বাস্তবায়িত করা হবে। কারা টিকা পেলেন, তা দেখতে আধার কার্ডের সাহায্য নেওয়া হবে। তবে টিকার জন্য তা বাধ্যতামূলক না হলেও সরকার-নির্দিষ্ট যে কোনও পরিচয়পত্র দেখিয়েই টিকা নিতে পারবেন মানুষজন।
Post A Comment:
0 comments so far,add yours