বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি মুকুল রায়। গতকাল গলব্লাডারে অপারেশন হল বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়ের। আপাতত ভাল আছেন তিনি।
শুক্রবার তাঁকে হাসপাতালে দেখতে যাওয়ার কথা ছিল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। সেইমতোই আজ সকাল সকাল হাসপাতালে পৌঁছলেন তিনি।জানা গিয়েছে, বুধবার হঠাৎ-ই পেটে ব্যথা শুরু হয় বিজেপি নেতা মুকুল রায়ের। তখনই তাঁকে নিয়ে যাওয়া হয় বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে। বৃহস্পতিবার তাঁর গলব্লাডার অপারেশন করেন চিকিৎসকরা।
এ দিন দিল্লি থেকে তাঁর স্বাস্থ্যের খোঁজ নিতে ঘনঘন ফোন এসেছে। তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন কেন্দ্রীয় নেতারা।
পাশাপাশি মুকুল রায়কে দেখতে হাসপাতালে ভিড় জমাতেন অনুগামীরা। 
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours