গত কয়েক দিনের টানা বৃদ্ধির পরে সপ্তাহের শেষ দিনে সামান্য স্বস্তি। শনিবার শহরে অপরিবর্তিত সোনার দাম। যদিও এদিন দাম বেড়েছে রুপোর।
কলকাতা ও তার পার্শবর্তী এলাকার প্রতিদিনের সোনা-রুপোর বাজার দর কী হবে তা মূলত স্থির করে ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মারচেন্টস্ অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন (WBBMJA)। শহর ও শহরতলির অধিকাংশ গয়নার দোকান তাদের দেওয়া দরের উপরে ভিত্তি করে মূল্য স্থির করে। তাদের দেওয়া তথ্য অনুসারে এদিন কলকাতার বাজার বন্ধ হওয়ার সময় সোনা এবং রুপোর দর কী ছিল, এক নজরে দেখে নেওয়া যাক:
ভারতে মোট প্রয়োজনের অধিকাংশ সোনা বিদেশ থেকে আমদানি করতে হয়। ফলে আন্তর্জাতিক বাজারের দরের উপরে ভিত্তি করে এদেশে সোনা-রুপোর দর স্থির হয়। সেই সঙ্গে ভারতীয় মুদ্রার মতো বিষয় এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।
- খাঁটি সোনা (২৪ ক্যারেট): ৫৩,০২০ টাকা/ ১০ গ্রাম
- গিনি সোনা (২২ ক্যারেট): ৫০,৩০০ টাকা/ ১০ গ্রাম
- হলমার্ক গয়নার সোনা (২২ ক্যারেট): ৫১,০৫০ টাকা/১০ গ্রাম
- রুপোর বার: ৬৫,৮৬০ টাকা/কিলোগ্রাম
ভারতে মোট প্রয়োজনের অধিকাংশ সোনা বিদেশ থেকে আমদানি করতে হয়। ফলে আন্তর্জাতিক বাজারের দরের উপরে ভিত্তি করে এদেশে সোনা-রুপোর দর স্থির হয়। সেই সঙ্গে ভারতীয় মুদ্রার মতো বিষয় এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।
Post A Comment:
0 comments so far,add yours