ধনতেরাসের দিন কলকাতায় সোনা-রুপোর দাম কত, জেনে নিন

আজ ধনতেরাস। সকাল থেকেই কেনাকাটা ঘিরে ব্যস্ত সবাই। বিশেষ করে জুয়েলারির দোকান থেকে বাসনের দোকানে ভিড় সব থেকে বাসি। তবে, এদিন সোনা কেনার জন্য আগ্রহ বেশি লক্ষ্য করা যায়।দেখে নিন আজ কোন শহরে সোনার দাম কিরকম। শুধু সোনা নয়, এদিন দেশের বড় শহরগুলিতে রুপোর দামই বা কত, চোখ বুলিয়ে নেওয়া যাক।
কলকাতায় বেলা ১২ টার আগে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৪৯,০৪০টাকা, অন্যদিকে ২৪ ক্যারেট সোনার দাম ৫২,৫৪০ টাকা।দিল্লিতে এই দাম, ২২ ক্যারেটের ক্ষেত্রে ৪৯,২৫০ টাকা, ২৪ ক্যারেটের ক্ষেত্রে ৫২,৫৪০ টাকা।
চেন্নাইতে বেলা ১২ টার আগে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৪৭,৬১০ টাকা আর ২৪ ক্যারেটের দাম ৫১,৯৩০ টাকা। অন্যদিকে, মুম্বইতে বেলা ১২ টার আগে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৪৯,৭৬০ টাকা, ও ২৪ ক্যারেট সোনার দাম ৫০,৭৬০ টাকা।
কলকাতায় বেলা ১২ টার আগে আজ রুপোর দাম , ১০ গ্রামের দাম ৬২৭.৭০ টাকা, ১০০ গ্রামের গাম ৬,২৭০ টাকা।

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours