বুধবার তামিলনাড়ু উপকূলে আছড়ে পড়তে চলেছে সাইক্লোন 'নিভার'। প্রবল ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুতি তুঙ্গে তামিললাড়ু, অন্ধ্রপ্রদেশে ও পুদুচেরিতে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায় বঙ্গপোসাগরে সৃষ্ট নিম্নচাপ ঘূর্ণিঝড়ের আকার নিয়ে উপকূলবর্তি তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও পদুচেরিতে আছড়ে পড়তে পারে।
সতর্কতামূলক ব্যবস্থা হিসেব তৈরি রাখা হয়েছে ৩০টি এনডিআরএফ টিম। আবহাওয়া দফতরের হুঁশিয়ারি অনুযায়ী ঘূর্ণঝড়টি আঘাত হানতে পারে কালাইকাল ও মামাল্লাপুরমে। নিম্নচাপটির যেরকম গতি প্রকৃতি তাতে ঘূর্ণঝড়টির গতি হতে পারে ১০০-১১০ কিলোমিটার প্রতি ঘণ্টা। বুধবার বিকেলেই এটি পৌঁছে যাবে দুই রাজ্যের উপকূলে।
ঝড়ের ক্ষয়ক্ষতি থেকে উপকুলবর্তি জেলাগুলিতে হাই অ্যালার্ট জারি করেছে তামিলনাড়ু সরকার। সরিয়ে আনা হচ্ছে সমুদ্রের কাছাকাছি থাকা বাসিন্দাদের।
Post A Comment:
0 comments so far,add yours