নিলামে তুলে বিক্রি করা হল দাউদ ইব্রাহিমের ৬ সম্পত্তি। মহারাষ্ট্রের রত্নগিরিতে আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের পরপর ৬টি সম্পত্তি নিলামে তোলা হয়। ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে চলে নিলাম। যে নিলাম পদ্ধতি শুরু হওয়ার পর তা কিনে ফেলেন দুই আইনজীবী।
সূত্রের খবর, আইনজীবী অজয় শ্রীবাস্তব এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ভূপেন্দ্র ভরদ্বাজ নিলামের মাধ্যমে দাউদের ওই ৬ সম্পত্তির মালিক হন। ভার্চুয়াল এই নিলামের মাধ্যমে আইনজীবী ভূপেন্দ্র ভরদ্বাজ কেনেন দাউদের ৪টি সম্পত্তি এবং অজয় শ্রীবাস্তব কেনেন ২টি সম্পত্তি। যার মধ্যে রত্নগিরির খেড় তালুকে দাউদের যে পৈতৃক বাড়ি ছিল, তা বিক্রি হয় ১৩ লক্ষে।
দাউদ ইব্রাহিমের পাশাপাশি তাঁর প্রাক্তন সঙ্গী ইকবাল মেনন ওরফে আলিয়াস ইকবাল মিরচির একটি ফ্ল্যাটও নিলামে তোলা হয়। মুম্বইয়ের জুহুতে রয়েছে ইকবাল মেননের ওই ফ্ল্যাট। যদিও চড়া দাম হওয়ার জেরে শেষ পর্যন্ত ইকবাল মেননের ওই ফ্ল্যাট বিক্রি করা যায়নি বলে খবর।
Post A Comment:
0 comments so far,add yours