ওয়াশিং মেশিনে লস্যি বানান, পাঁচ লিটার দুধ চাই ধোনির? ফাঁস করলেন ক্যাপ্টেন কুল
তীব্র শ্বাসকষ্ট, ফের অসুস্থ হয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি হলেন পার্থ
‘ভূস্বর্গ ভয়ঙ্কর’! জঙ্গি হামলায় ফের অশান্ত কাশ্মীর, খবর শুনেই চমকে ওঠেন অনির্বাণ
যদি কেউ মূল্য না বোঝে…’, কাশ্মীরে হামলার খবর পেতেই কী বললেন ঋতুপর্ণা?
আমার স্বামীকে বাঁচান’, কেঁদে চলেছেন মহিলা, দেখুন হামলার পরমুহূর্তের ভিডিয়ো
জাপান-কোরিয়া বিশ্বকাপের প্রথম গোলদাতা ছিলেন দিওপ৷ সেবার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিল সেনেগাল৷
#সেনেগাল:২০০২ বিশ্বকাপের প্রথম ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সকে হারিয়ে ফুটবল বিশ্বকে চমকে দিয়েছিল সেনেগাল৷ যাঁর পা থেকে সেই গোল এসেছিল, সেই পাপা বউবা দিওপ প্রয়াত৷ মাত্র ৪২ বছর বয়সেই চলে গেলে সেনেগালের ফুটবল তারকা৷ দীর্ঘ দিন ধরে লিভারের সমস্যায় ভুগছিলেন তিনি৷ কয়েকদিন আগে ফুটবল কিংবদন্তি দিয়েগো মারাদোনার প্রয়াণের পর ফুটবলপ্রেমীদের জন্য আরও এক মন খারাপ করে দেওয়া খবর এল সেনেগাল থেকে৷জাপান-কোরিয়া বিশ্বকাপের প্রথম গোলদাতা ছিলেন দিওপ৷ সেবার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিল সেনেগাল৷ গোটা ফুটবল বিশ্বের মন জয় করে নিয়েছিলেন দিওপ এবং তাঁর সতীর্থরা৷ সেবছরই আফ্রিকান নেশনস কাপের ফাইনালে টাইব্রেকারে ক্যামেরুনের কাছে হার স্বীকার করতে হয় সেনেগালকে৷ সেই দলেরও সদস্য ছিলেন পাপা বউবা দিওপ৷
শোকবার্তায় ফিফা ট্যুইটারে লিখেছে, 'সেনেগালের ফুটবল কিংবদন্তি পাপা বউবা দিওপের মৃত্যু সংবাদে ফিফা শোকাহত৷ একদা বিশ্বকাপের নায়ক চিরকাল নায়কের মর্যাদাই পাবেন৷' মাত্র ২১ বছর বয়সে দেশের হয়ে অভিষেক হয় দিওপের৷ এর পর সেনেগালের হয়ে ৬০টি ম্যাচে খেলেন তিনি৷ আফ্রিকান দলটির মাঝমাঠের স্তম্ভ ছিলেন পাপা৷ কিন্তু ক্লাব এবং জাতীয় দলের হয়ে তাঁর অসাধারণ গোলগুলি ফুটবলপ্রেমীদের মণিকোঠায় চিরদিন থেকে যাবে৷ ২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত সেনেগালের হয়ে খেলেছেন দীর্ঘদেহী এই ফুটবলার৷ পাশাপাশি ফরাসি ক্লাব লেন্স, ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহ্যাম, ওয়েস্ট হ্যাম ইউনাইটেড, বার্মিংহাম সিটি-র মতো ক্লাবের হয়েও খেলেছেন দিওপ৷
পাপা বউবার দিওপকে স্মরণ করে লিভারপুল স্ট্রাইকার এবং সেনেগালের তারকা ফুটবলার সাদিও মানে ট্যুইটারে লিখেছেন, 'তোমার চির বিদায়ের খবরে আমাদের হৃদয় ভেঙে গিয়েছে৷ কিন্তু তুমি আমাদেরকে বিদায় জানালেও চিরকাল তুমি আমাদের হৃদয়েই থেকে যাবে৷'
Post A Comment:
0 comments so far,add yours