দেশের সর্বশেষ করোনা গ্রাফ দিচ্ছে স্বস্তির বার্তা। একলাফে কমল করোনা আক্রান্তের সংখ্যা। দেশের দৈনিক সংক্রমণ সোমবার ৩০ হাজারের আশপাশে ঘোরাফেরা করছে। সংক্রমণের হারও কমেছে প্রায় ৩ শতাংশ। দৈনিক মৃত্যুর সংখ্যাও কমেছে বহুগুনে। 
ভ্যাকসিনের আগমনী বার্তা শুনেই কি পালাচ্ছে করোনা! গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৫৪৮ জন। দেশে মোট আক্রান্তের সংখ্যা ছুঁল ৮৮ লক্ষ ৪৫ হাজার ১২৭ জন। বিশ্ব স্তরে ২য় স্থানে ভারত। প্রথম স্থানে রয়েছে আমেরিকা।  এই সংখ্যক আক্রান্ত নিয়ে বিশ্বের দ্বিতীয় স্থানে ভারতের।  প্রথম স্থানে থাকা আমেরিকার মোট আক্রান্ত ১ কোটি ছাড়িয়েছে। 
করোনায় প্রাণ হারিয়েছে  ১ লক্ষ ৩০ হাজার ৭০ জন। গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৪৩৫ জন। দেশের মৃত্যুর এক তৃতীয়াংশ মহারাষ্ট্রে। সেখানে প্রাণ গিয়েছে প্রায় ৪৬ হাজার জনের। তবে তালিকার প্রথম তিনের মধ্যে নেই পশ্চিমবঙ্গের নাম।  ভারতে কোভিড আক্রান্তদের সুস্থ হওয়ার হারও অনেক বেশি। গত কয়েক দিনে নতুন আক্রান্তের থেকে সুস্থ বেশি হওয়ায় কমছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় তা কমেছে ১৩ হাজার ৭৩৮ জন।  
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours