জেগে উঠেছে আগ্নেয়গিরি। গতকাল রাতে তীব্র বিস্ফোরণের পর গলগল করে বেরিয়ে এসেছে কালো ধোঁয়া। সঙ্গে ছাঁই। আগুনের ফুলকিও দেখা গিয়েছে বলে খবর। ঘটনাটি ইন্দোনেশিয়ার। প্রসঙ্গত, প্রায় ১৩০ টি সক্রিয় আগ্নেয়গিরিু রয়েছে সেখানে। যার মধ্যে একটি গতকাল রাতে জেগে ওঠে। এলাকার তাপমাত্রা বেড়ে গিয়েছে কয়েকগুণ। ধোঁয়ার ঘনঘটা ছুঁয়েছে আকাশ। পুরু ছাই ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। প্রশাসন থেকে স্থানীয় বাসিন্দাদের এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। 
ইন্দোনেশিয়ার ভলক্যানোলজি অ্যান্ড জিওলজিক্যাল হ্যাজার্ড মিটিগেশন সেন্টার জানিয়েছে, বেশ কিছুদিন ধরেই জ্বালামুখ থেকে মাঝে মাঝে ধোঁয়া বের হওয়ার জন্য আগাম সতর্কবার্তা জারি করা হয়েছিল। 
রবিবার ভোররাতে বিকট বিস্ফোরণ শোনা যায়। ভুমিকম্পে কেঁপে ওঠা গোটা এলাকা। ঘর থেকে বেরিয়ে স্থানীয় বাসিন্দারা দেখেন জ্বালামুখ থেকে ঘন কালো ধোঁয়া ও ছাইয়ের স্তরে ক্রমশ ঢেকে যাচ্ছে স্থানী এলাকা।

তাপমাত্রাও বেড়ে গিয়েছিল। ঘটনাস্থলে বিপর্যয় মোকাবিলার টিম এসে অন্যত্র সরিয়ে নিয়ে যায় বাসিন্দাদের। উল্লেখ্য মাস তিনেক আগে জেগে উঠেছিল মাউন্ট সিনাবাং। নিকটবর্তী ২৬ টি গ্রামের তিনহাজার মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এখনও লাগাতার বিস্ফোরণ ও টগবগিয়ে ফুটছে লাভাস্রোত, ধোঁয়া বেরিয়ে আসছে আগ্নেয়গিরির মুখ থেকে। এখনও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। 
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours