কিছুদিন আগেই সারা আলি খানের জীবনে এসেছিল এক বড় বিপদ ৷ ড্রাগ মামলায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর নজরে এসেছিলেন সইফ আলি কন্যা ৷ এনসিবি আধিকারিকেরা জেরাও করেছিলেন সারাকে ৷
সারা ও ইব্রাহিম ভাইবোন একসঙ্গে কাটিয়েছেন দুরন্ত কিছু সময় ৷ ভাইয়ের সঙ্গে সারা বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ৷ নীল ও সোনালি রঙের স্যুটে অপরূপা সারা একই সঙ্গে পাল্লা দিয়েছে ইব্রাহিমও ক্রিম রঙের পঞ্জাবি-কুর্তায় বেশ জ্যুতসহ লাগছিল সারাকে ৷ ভাইফোঁটার শুভ মুহূর্তে ভাই ও বোনকে দারুণ লাগছিল ৷এই ছবিই বলে দিচ্ছে সারা আলি খান ও ইব্রাহিম আলি খানের মধ্যে কতখানি বন্ডিং সেই বিষয়েই ৷
ছবি শেয়ার করে সারা লিখেছেন সমস্ত ভাই ও বোনেদের শুভ ভাইদুজ (ভাইফোঁটা) ৷
ড্রাগ মামলায় সারা নাম জড়ানোর পরে বেশ কিছুদিন সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ছিলেন না তিনি ৷ কোনও পোস্ট ও শেয়ার করেননি তিনি ৷ফের আগের মতই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় সারা আলি খান ৷ এবার সারা তাঁর পরবর্তী ছবি অন্তরঙ্গিতে অভিনয় করবেন ৷
অন্তরঙ্গিতে সারা ধনুষ অভিনয় করবেন বলেই জানা গিয়েছে ৷ ছবিতে রয়েছেন অক্ষয় কুমারও ৷
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours