লাদাখ উত্তেজনার মধ্যেই ঘর গোছাচ্ছে ভারত। ফ্রান্সের দাঁসো অ্যাভিয়েশন থেকে আরও ৩টি রাফাল ফাইটার জেট আজ ভারতে এসে পৌঁছচ্ছে।
ফ্রান্সের ইসত্রেস বিমানঘাঁটি থেকে ওই তিন রাফাল জেট সরাসরি এসে পৌঁছবে জামনগর এয়ার বেসে। পথে আকাশেই ভরা হবে জ্বলানী। আজ ওই তিন রাফাল ভারতের এলে বায়ুসেনায় মোট রাফালের সংখ্যা হবে ৮।
এর আগে গত ২৯ জুলাই ভারতে এসেছিল ৫টি রাফাল জেট। গত ১০ সেপ্টম্বর সেই জেটগুলিকে বায়ুসেনায় অন্তর্ভুক্ত করা হয় পঞ্জাবের আম্বালা বায়ুসেনা ঘাঁটিতে। সবেমিলিয়ে ফ্রান্স থেকে মোট ৩৬টি রাফাল কেনার চুক্তি করেছে ভারত। এর জন্য খরচ পড়বে ৫৯,০০০ কোটি টাকা।
৪.৫ জেনারেশনের এইসব রাফাল জেটে থাকছে হ্যামার মিসাইল, মেটিওয়, স্ক্য়াল্প, মাইকার মতো মিসাইলও ছোড়া যাবে এই বিমান থেকে।
Post A Comment:
0 comments so far,add yours