করোনাভাইরাস প্রতিষেধক ভ্যাকসিন তৈরি করছে হায়দরাবাদের সংস্থা ভারত বায়োটেক। শনিবারে হায়দরাবাদের জেনোম ভ্যালি-তে ভারত বায়োটেকের উত্পাদন ইউনিট খুরে দেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভ্যাকসিনের ট্রায়াল এখন কোন পর্যায়ে ও তা কতটা কার্যকরী তা জানানো হয় প্রধানমন্ত্রীকে।
সংস্থার তরফে এক বিবৃতিতে জানান হয়েছে, ভ্যাকসিন সম্পর্কে খোঁজখবর করতে প্রধানমন্ত্রী আমাদের ইউনিটে আসা আমাদের কাছে এক অনুপ্ররণা। দেশে করোনার বিরুদ্ধে আমাদের লড়াইয়ে এই সফর সংস্থার কর্মীদের উদ্বুদ্ধ করবে।
উল্লেখ্য, ভারত বায়োটেকের করোনা প্রতিষেধক COVAXIN™ বর্তমানে ক্লিনিক্যাল ট্রায়ালের তৃতীয় ধাপে রয়েছে। দুনিয়ার ২৫টি জায়গায় এই ভ্যাকসিনের ট্রায়াল চলছে। ভারতের COVAXIN™ এর ট্রায়ালে অংশ নিয়েছেন ২৬,০০০ স্বেচ্ছেসেবক।
ভারত বায়োটেকের তরফে ওই বিবৃতিতে জানান হয়েছে, ভ্যাকসিন তৈরিতে যেভাবে কেন্দ্র, চিকিত্সক মহল, হাসপাতালগুলি আমাদের সাহায্য করে চলেছেন তার জন্য অনেক ধন্যবাদ। যেসব স্বেচ্ছাসেবক এই ভ্যাকসিন নিতে এগিয়ে এসেছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। একটি নিরাপদ ও কার্যকরী ভ্যাকসিন তৈরিতে নিরন্তর কাজ করে চলেছে ভারত বায়োটেক।
Post A Comment:
0 comments so far,add yours