ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার গঙ্গাসাগরে,
গঙ্গাসাগর থেকে সমগ্র মানুষকে নদীপথে লট নং-৮ এ যাতায়াত করতে হয় ভেসেলের মাধ্যমে এই ভেসেল চলে নদীর জোয়ার-ভাটাকে উপেক্ষা করে ভোর পাঁচটা থেকে রাত্রি আটটা পর্যন্ত,

ওই সময় যদি সাগরের কোন মানুষ গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়ে তাদের জন্য সরকারিভাবে ওয়াটার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা আছে,
কিন্তুু ভেসেল বন্ধ থাকলে রোগীরা ওয়াটার অ্যাম্বুলেন্সের পরিষেবা পাচ্ছে না,
 রোগীদের পরিবারের দাবি ভেসেল বন্ধ থাকলে তার যদি রোগীর পরিষেবার জন্য ওয়াটার অ্যাম্বুলেন্সকে ফোন করে তখন ওয়াটার অ্যাম্বুলেন্স ভেসেল ঘাটের পাশাপাশি থাকা সত্ত্বেও ফোন রিসিভ করে না,
তখন ইমারজেন্সি রোগীকে নিয়ে য়াওয়ার জন্য রোগীর পরিবারকে ১৩০০ টাকা দিয়ে টলার ভাড়া করতে হয় রোগীকে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হসপিটালে নিয়ে যাওয়ার জন্য,

এইরকমই এক প্রসূতি মাকে নিয়ে বিপদের সম্মুখীন হয়েছিলেন তার পরিবার, দক্ষিণ ২৪ পরগনা জেলার গঙ্গাসাগরের মুড়িগঙ্গার বাসিন্দা রবি শংকর দাসের অভিযোগ তিনি তার স্ত্রীকে নিয়ে ০২/১১/২০২০ তারিখ সোমবার রাত্রি ১০:৩০ নাগাদ সাগর গ্রামীণ হসপিটালে ভর্তি করেন তার পর ওইদিন রাত্রি ১২:০০ নাগাদ রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায়, সাগর গ্রামীণ হাসপিটাল থেকে রাত্রী ১২:২০ নাগাদ রেফার করে সুপার স্পেশালিটি হসপিটালে 
রোগীর পরিবারের অভিযোগ ওই সময় স্থলপথে অ্যাম্বুলেন্স মিললেও বারবার ফোন করা সত্ত্বেও মেলেনি জলপথে ওয়াটার অ্যাম্বুলেন্স,
রোগীর পরিবার গুরুতর অবস্থায় ওই রোগীকে চিকিৎসার জন্য শেষমেষ ১৩০০টাকা দিয়ে টলার ভাড়া করে নিয়েযেতে হর লট নং-৮ এ  
ওইখান থেকে স্থলপথে অ্যাম্বুলেন্সে করে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হসপিটালে, ওই হসপিটালে রোগীকে চিকিৎসার পর আজকের যখন কাকদ্বীপ হসপিটাল থেকে বিকেল ৩:০০টের সময় ছুটি দিয়ে তখন তার পরিবারের লোকজন রোগীকে বাড়ি নিয়ে আসার জন্য স্থলপথে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে লট নং-৮ এ নিয়ে আসে এসে তার দেখে যে ৩:১৫ মিনিটে বিকেলের লাস্ট ভেসেল ঘাট থেকে ছেড়ে চলে যাচ্ছে তখন ওই রোগীর পরিবারের পক্ষ থেকে ৩:২০ নাগাদ ওয়াটার অ্যাম্বুলেন্সকে ফোন করে তখন ওয়াটার অ্যাম্বুলেন্সের একজন কর্মী ফোন রিসিভকরে তখন নদীতে পরিমাণ মতো জল থাকা সত্ত্বেও বলে জল নেই ওয়াটার অ্যাম্বুলেন্স চলবে না, বারবার একই সমস্যার সম্মুখীন হচ্ছে রোগীর পরিবারেরা,
স্থানীয় প্রশাসন ও বিডিওর কাছে ওই পরিবারের একটাই দাবি আর কতদিন এইভাবে সাগরের রোগীরা এই সমস্যার সম্মুখীন হবেন
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours