একসময় ছিল না মাথা গোঁজার ছাদ, সেই মনোজই এখন প্রতিমাসে কিনতে পারেন দু-দুটো বাড়ি! কীভাবে পাল্টাল জীবন?
ঠিক কত বাড়ি ভেঙেছে মুর্শিদাবাদ, সামনে এল সংখ্যাটা
জানালা দিয়ে ঢুকে ব্লেড দিয়ে কাপড় কেটে ধর্ষণের চেষ্টার অভিযোগ
ক্ষতি হবে ১৩ হাজার কোটির! এবার ‘সন্ত্রাসে মদত জোগানোর’ ঠেলা বুঝবে পাকিস্তান, মোক্ষম জবাব ভারতের
এবার জম্মু-কাশ্মীরে সেনা নার্সিং কলেজের ওয়েবসাইট হ্যাক করল পাকিস্তানের হ্যাকাররা
লিওনেল মেসি প্রয়াত কিংবদন্তি দিয়েগো মারাদোনাকে স্বকীয় ভঙ্গিতে যেভাবে শ্রদ্ধার্ঘ্য জানিয়েছেন তা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভালবাসা কুড়িয়েছে নেটিজেনদের। তবে জার্সি খোলার জন্য তাঁকে নিয়মমাফিক কার্ড দেখান রেফারি। যদিও পরে রেফারি বলেছেন, ফিফার উচিৎ এই হলুদ কার্ডটি ফিরিয়ে নেওয়া!
রবিবার ওসাসুনাকে ৪-০ ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। ম্যাচের ৭৩ মিনিটে একের পর এক ওসাসুনার ডিফেন্ডারদের কাটিয়ে অনবদ্য গোল করেন মেসি। গোল করার পরেই তিনি বার্সার জার্সি খুলে ফেলেন এবং ভিতরে ছিল নিউওয়েলস ওল্ড বয়েজ ক্লাবের ১০ নম্বর জার্সি।
এই জার্সি পরেই নিজের কেরিয়ারের সায়াহ্নে পাঁচটি ম্যাচ খেলেছিলেন মারাদোনা। যদিও কোনো গোল তিনি করতে পারেননি। পরে এই ক্লাবেই সই করেন মেসি। এবং তাঁকেও দেওয়া হয়েছিল মারাদোনার ছেড়ে যাওয়া বিখ্যাত ১০ নম্বর জার্সি।
মেসিকে হলুদ কার্ড দেখানোর সময়ে তাঁর রীতিমতো খারাপ লেগেছিল বলে জানান ম্যাচের রেফারি আন্তোনিও মাটেউ লাহোজ। তাঁর মতে, ফিফার উচিৎ জার্সি খুললেই হলুদ কার্ড দেখানোর নিয়মে কিছু পরিবর্তন আনা। সমাজের স্বার্থে যদি কোনো ফুটবলার জার্সি খোলেন সেক্ষেত্রে হলুদ কার্ড দেখানো উচিৎ নয় বলেই মত দেন তিনি।
কালো মানুষদের অধিকারের সমর্থনে বা মারাদোনার মতো কোনো কিংবদন্তিকে শ্রদ্ধার্ঘ্য দেখানোর ক্ষেত্রে খেলোয়াড়দের ক্ষমা করে দেওয়াই উচিৎ বলে জানান লাহোজ। তাঁর বক্তব্য, তিনি শুধুই নিয়ম অনুসরণ করছিলেন। কিন্তু মেসিকে হলুদ কার্ড দেখাতে মানসিকভাবে তাঁকে খুবই বেগ পেতে হয়েছিল।
Post A Comment:
0 comments so far,add yours