গঙ্গাসাগরে কি আবার নতুন করে ক্ষমতায় আসতে চলেছে সিপিআইএম,
D.Y.F.I ডাকে ৯ই নভেম্বর রুদ্রনগরের (সাগর) যুব সমাবেশ, আজকের দক্ষিণ ২৪ পরগনা জেলার ১৩২ সাগর বিধানসভা কেন্দ্রের সাগরের D.Y.F.Y. এর ডকে সাগরের রুদ্রনগরের বিডিও অফিসের সামনে এক বিশাল যুব সমাবেশ আয়োজন করা হয়েছিল, কিন্তুু অত্যন্ত দুঃখের বিষয় ওই সভার প্রধান বক্তা -মীনাক্ষী মুখার্জি হটাৎ অসুস্থ হয়ে কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি থাকার কারণে উপস্থিত হতে পারেনি, ওই যুব সমাবেশের মঞ্চে উপস্থিত ছিলেন সাগরের প্রাপ্তন বিধায়ক মাননীয় মিলন পড়ুয়া মহাশয়,
পারমিতাত ঘোষ চৌধুরী D.Y.F.I রাজ্য নেতৃত্ব, অপূর্ব প্রামাণিক D.Y.F.I এর দক্ষিণ ২৪ পরগনা জেলা সভাপতি, হিমাঘনরাজ ভট্টাচার্য D.Y.F.I এর দক্ষিণ ২৪ পরগণা জেলার সম্পাদক, অপর্ণা ব্যানার্জি D.Y.F.I এর প্রাপ্তন রাজ্য নেত্রী, প্রতিকুর রহমান সহ প্রচুর সংখ্যক D.Y.F.I এর কর্মীবৃন্দ,ও ছাত্র-যুবকেরা,
তাদের দাবিগুলো হলো
1.গঙ্গাসাগরে মুড়িগঙ্গা ব্রীজ।
2.ইলেকট্রিক বিলের দাম কমানো।
3.বেকার দের কর্মসংস্থানের দাবিতে
4.আকাষ ছোঁয়া মুল্য বৃদ্ধির প্রতিবাদে
5. রাজ্যের সব সেভিক পুলিশকে হোমগার্ড পদে নিয়োগ করতে হবে,
Post A Comment:
0 comments so far,add yours