গতকাল বেলা সাড়ে সাত টার দিকে গোবর্ধনপুর কোস্টাল থানার ভারপ্রাপ্ত আধীকারিক একটি খবর পান যে "তিন ভাই" নামে একটি ফিশিং ট্রলার জি প্লট থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে উল্টে যায়। তিনি তৎক্ষণাৎ দ্রুতগামী ইন্টারসেপ্টর নৌকায় (এফআইবি)
তার দল নিয়ে এবং আরও দু'জন পাবলিক ট্রলারের সহায়তায় তাদের উদ্ধার করতে রওয়ানা হন। খুব সৌভাগ্যক্রমে ও
সাহসীকতার দ্বারা তারা মাঝ সাগরে চাঁদের আলোতে ডুবে থাকা জেলেদের সাফল্যের সাথে সনাক্ত করতে পেরেছিল এবং
তাদের ১২ জন ব্যক্তি যারা তাদের লাইফ জ্যাকেটের সাহায্যে ভাসমান অবস্থায় ধীরে ধীরে গভীর সমুদ্রের দিকে সরে যাচ্ছিল তাদের সকলকে উদ্ধার করেতে সক্ষম হন। উদ্ধারকারী দলের সকল পুলিশ সদস্য, বেসামরিক সহযোগী এবং
উদ্ধারকৃত জেলেদের এখন নিরাপদে থানায় আনা হয়েছে। দলের দুর্দান্ত এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ১২ জন ব্যক্তির জীবন বাঁচাতে সহায়ক হয়েছে।
১. মোরসেলিম গায়েন (৫৫) পিতা মৃত বোধিয়ার গায়েন গ্রাম সত্যদাসপুর,
২. স্বদেশ মন্ডল (৫৪) পিতা পরেশ মন্ডল গ্রাম সত্যদাসপুর,
৩. প্রহ্লাদ দেবনাথ (৫১) পিতা হরমোহন দেবনাথ গ্রাম কৃষ্ণদাসপুর,
৪. ইব্রাহিম মল্লিক (২৭) পিতা মৃত ইউনুচ মল্লিক গ্রাম সত্যদাসপুর,
৫. রাম মান্না (৪১) পিতা মনোরঞ্জন মান্না গ্রাম সত্যদাসপুর,
৮. শুকুর আলী গায়েন (৩৯) পিতা মৃত বোধিয়ার গায়েন গ্রাম সত্যদাসপুর,
৯. পূর্ণেন্দু দেবনাথ (২১) পিতা অমল দেবনাথ গ্রাম সত্যদাসপুর,
১০. মোশারফ গায়েন (২৫) পিতা হাবিজুল গায়েন গ্রাম সত্যদাসপুর,
১১. মইনুদ্দিন লস্কর (৩৭) পিতা আব্দুল লস্কর গ্রাম সত্যদাসপুর,
১২. সমর সর্দার (২৪) পিতা দুলাল সর্দার গ্রাম রাখালপুর,
সকলের থানা - গোবর্ধনপুর কোস্টাল, জেলা - দক্ষিণ ২৪ পরগনা।
১. অবর পরিদর্শক অজয় কুমার চন্দ, ভারপ্রাপ্ত আধীকারিক গোবর্ধনপুর কোস্টাল থানা
২. সহ অবর পরিদর্শক- ৯৪৩ নিশান্ত মারিক
৩. কং- ৬৪ তাপস হালদার
৪. কং- ২০৫০ প্রশান্ত প্রামাণিক
৫. কং- প্রযুক্তি (এফ- আই- বি চালক) রাজু রাও
৬. সিভিক- দেবাশীষ দাস
৭. সিভিক- দীনেশ দাস
৮. সিভিক- তন্ময় সাহু
৯. সিভিক- সুকদেব গিরি
Post A Comment:
0 comments so far,add yours