নামখানা ব্লকে তৃণমূল যুব কনভেনশন। যুব কনভেনশনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাগর বিধানসভার বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা,মৎস্য ও প্রাণিসম্পদ বিকাশ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ মাননীয় আব্দুল শামির শাহ্ ,পরমেশ্বর মন্ডল, শ্রীমন্ত মালি সহ নামখানা এবং সাগর ব্লকের কয়েকশো যুবক।
মঙ্গলবার বেলা ১১টা নাগাদ নামখানার হাসপাতাল মোড় থেকে বাইক রেলির মাধ্যমে কয়েকশো তৃণমূল কংগ্রেসের যুবক বিধায়ক কে নিয়ে নামখানা ফ্রেজারগঞ্জ পর্যন্ত রেলি করেন। তারপর বিধায়ক সাহেব নামখানা ব্লকের বিভিন্ন পঞ্চায়েত এলাকার যুবকদের নিয়ে একটি মিটিং করেন।
বিভিন্ন পঞ্চায়েত এলাকার বুথ গুলিতে সমস্যা খতিয়ে দেখেন বিধায়ক নিজেই। যুবকদের এই কনভেনশন এর মাধ্যমে ব্লক এর বিভিন্ন এলাকায় বিভিন্ন সমস্যার কথা উঠে আসে। বিধায়ক নিজেই আশ্বাস দেন যে বিষয়টি তিনি খতিয়ে দেখে তার শীঘ্রই সমাধান করবেন।
তারপর নামখানা ফ্রেজারগঞ্জ এলাকার জেটিঘাট মোড়ে বিকাল ৩টা নাগাদ একটি জনসমাবেশ তৈরি করা হয়। ওই সমাবেশে কয়েকশো তৃণমূল কর্মী সমর্থক সহ বহু সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
Post A Comment:
0 comments so far,add yours