আবারো এই কোটালে নদী বাঁধ ভেঙ্গে প্লাবিত হলো দক্ষিণ ২৪ পরগনা জেলার গঙ্গাসাগরের বঙ্কিমনগর গ্রাম, আমফাম ঝড়ের ভয়ংকর মার শরীরে শুকোয়নি,


 এলো কোরোনার মত মহামারীর অতীব সংকট অত্যাচার, তার ওপর নদী ভাঙ্গনের প্রাকৃতিক নির্মম নির্যাতনে ঠিক নেই দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগর ও সাগর থানার অন্তর্গত,নদী বেষ্টিত গ্রাম, বঙ্কিমনগরে পুনরায় হানা দিল সামুদ্রিক নোনা জল, ১৭/১০/২০২০ তারিখ শনিবার রাত্রে নদীতে প্রবল জলোচ্ছ্বাসের ফলে, নিঃস্ব প্রায় বেশ কয়েকটি পরিবার।


 অসহায় পরিবারবর্গের একাংশের অভিযোগ মহালয়ার কটালের পুনরাবৃত্তি এই কাটালেও, যদিও বাঁধ মেরামতির কাজ হচ্ছে তবে দ্রুততার সঙ্গে নয়। স্থানীয় বাসিন্দারা প্রশাসন ও সরকারের কাছে সবিনয়ে নিবেদন করছে যেন তাদের, কিছু আর্থিক সহযোগিতা সহ যাতে দ্রুততার সাথে বাঁধ মেরামতির কাজ হয় সেই দিকে নজর দিতে।


 

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours