বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণাবর্তটি শক্তিশালী নিম্নচাপের আকার নিতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। এই নিম্নচাপের জেরে ষষ্ঠী থেকে অষ্টমী বৃষ্টি হতে পারে গোটা পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জেলায়। নিম্নচাপের প্রভাব কাটতে পারে নবমীর বেলা বাড়লে।
পূর্বাভাস অনুসারে বঙ্গোপসাগরের সমুদ্রপৃষ্ঠ ও বায়ুমণ্ডলের বর্তমান পরিস্থিতিতে শক্তিশালী নিম্নচাপে পরিণত হতে পারে ঘূর্ণাবর্তটি। দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হয়ে সেটি পরিণত হতে পারে শক্তিশালী নিম্নচাপে। ভূভাগে প্রবেশের পর সেটি উত্তর পূর্ব দিকে এগোতে শুরু করবে। তার পরই পশ্চিমবঙ্গে শুরু হবে বৃষ্টি।
আবহবিদদের মতে, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে প্রচুর জলীয় বাস্প প্রবেশ করবে। সেই জলীয় বাস্প বিক্ষিপ্তভাবে বৃষ্টি আকারে ঝরে পড়বে রাজ্যের বিভিন্ন জেলায়। যার জেরে মাঝারি – থেকে ভারী বৃষ্টিও হতে পারে।
নিম্নচাপের জেরে ষষ্ঠীর বেলা বাড়লে শুরু হতে পারে বৃষ্টি। অষ্টমীর রাত পর্যন্ত আকাশ থাকবে মেঘলা। নাগাড়ে বৃষ্টি হবে রাজ্যজুড়ে। প্রথমে বৃষ্টি শুরু হবে পশ্চিমের জেলাগুলিতে। ধীরে ধীরে নিম্নচাপের খেল টের পাবেন পূর্বদিকের জেলাগুলির বাসিন্দারাও।
Post A Comment:
0 comments so far,add yours