সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্ত করতে গিয়ে মাদকচক্রের সঙ্গে যোগাযোগ থাকায় এনসিবি-র হাতে গ্রেফতার হন সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তী ৷
#মুম্বই: সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্ত করতে গিয়ে মাদকচক্রের সঙ্গে যোগাযোগ থাকায় এনসিবি-র হাতে গ্রেফতার হন সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তী ৷ তিনি রয়েছে জেল হেফাজতে ৷ বহু বার রিয়ার জামিনের আবেদন মুম্বই কোর্টে করা হলেও, তাঁর কোনও সুরাহা পাওয়া যায়নি৷
খবর অনুযায়ী, আগামিকাল অর্থাৎ বুধবার মুম্বই কোর্টে রিয়া চক্রবর্তীর আবেদনের শুনানি ৷ ভিডিও কনফারেন্সের মাধ্যমেই শুনানি চলবে মুম্বই কোর্টে ৷ শুধু রিয়া নন, বসিত পরিহার, স্যামুয়েল মিরিন্ডা, দীপেশ সাওয়ান্ত , রিয়ার ভাই শৌভিক চক্রবর্তীর জামিনের আবদনের শুনানিও রয়েছে আগামিকাল ৷
অন্যদিকে, ৬ অক্টোবর শেষ হচ্ছিল সুশান্ত মৃত্যু মামলার সঙ্গে জড়িত মাদককাণ্ডে গ্রেফতার রিয়া চক্রবর্তী, তাঁর ভাই শৌভিক চক্রবর্তী সহ ১৮ জনের বিচারবিভাগীয় কাস্টডির মেয়াদ। এদিন বিশেষ এনডিপিএস আদালত রিয়া, শৌভিকের হেফাজতের মেয়াদ বাড়িয়ে দিল ২০ অক্টোবর পর্যন্ত।
মাদকচক্রের সঙ্গে যোগ থাকায় সেপ্টেম্বরের ৮ তারিখ এনসিবি গ্রেফতার করে সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তীকে ৷
সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্যের তদন্ত শুরু করেছে সিবিআই। তদন্ত শুরু হওয়ার পর থেকেই একের পর এক তথ্য সামনে উঠে আসতে শুরু করে। বলিউডের মাদকচক্র নিয়েও নানা তথ্য উঠে আসতে থাকে। সুশান্তের তৎকালীন প্রেমিকা রিয়ার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ করা হয়। সুশান্তের পরিবার রিয়াকেই দায়ী করেছেন অভিনেতার মৃত্যুর জন্য।
এর পর রিয়াকে জেরা শুরু হতেই রিয়া জানান সুশান্ত মাদক নিতেন। কিন্তু তাঁর কোনও যোগ নেই মাদকচক্রের সঙ্গে। তবে এনসিবির জেরার মুখে পড়ে রিয়া জানান তিনিও ড্রাগ নিতেন। মাদক সেবন করতেন নিয়মিত। সূত্রের এই খবর সামনে আসতেই চাঞ্চল্য ছড়ায়। গ্রেফতার হওয়ার পর কেঁদে ফেলেন তিনি।
কয়েক দিন আগেই সুশান্ত সিং রাজপুত মৃত্যু কেস ও মাদকচক্রের মতো দোষারোপে দোষী রিয়ার ভাই সৌভিককেও চক্রবর্তীকেও গ্রেফতার করা হয়েছিল। এবার রিয়াকে নেওয়া হল হেফাজতে। এছাড়াও সুশান্তের মৃত্যু কেসে গ্রেফতার করা হয়েছে অভিনেতার ম্যানেজার স্যামুয়েল মিরান্ডাকেও। তবে রিয়া সুশান্ত মৃত্যুর সঙ্গে জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। রিয়া নিজে মুখেই মাদকচক্রের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করায় তাঁকে গ্রেফতার করা হয় ৷
Post A Comment:
0 comments so far,add yours